#স্বপ্ন_ভয়ংকর #ভয়ংকর_স্বপ্ন

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৮ এপ্রিল, ২০১৪, ১০:২১:০৯ সকাল



#স্বপ্ন_ভয়ংকর #ভয়ংকর_স্বপ্ন দুঃস্বপ্নের বাংলাদেশে অনেকে দিবা স্বপ্ন দেখি.........

সাথে নিশুতি রাতের দুঃস্বপ্ন ও দেখা হয় মাঝে মাঝে.......... স্বপ্নের সবটুকু মনে থাকে না......... যতটুকু মনে পড়ে তা এই কাঁদায়, শিহরিত করে হৃদয়, মাঝে মাঝে অজানা আতংকে ক্ষেপে উঠে মন..........

তেমনি একটা স্বপ্ন দেখলাম কাল..........

আমার চুট্ট ছেলে তিন বছর বয়স তার সেও জ্বরের উত্তাপে আকুলি বিকুলি করে বলে উঠে পুলিশ......... আঘুন.....মাঝে মাঝে নিশুতি রাতে ও জেগে উঠে পুলিশ আঘুন বলে..........

এ কেমন দেশ? একজন শিশু ও আতংকে খাটায় রাত?? কোন প্রজন্ম পাব মোরা ভবিষ্যতে???

যাক আজকের স্বপ্নটা ব্যাতিক্রম ...... সব টুকু মনে নেই .......... যতটুকু মনে আছে তাও ভাষায় প্রকাশে আমি অক্ষম.।

যা দেখলাম এক সচিব আমার পরিচিত নর্দমা থেকে উঠানো খাবার খাচ্ছেন...... আমি আবার ssc পরীক্ষা দিচ্ছি । তবে আমাকে খাতা দেওয়া হয়েছে পূর্বের পরীক্ষার মানে আগে যে ssc পরীক্ষা দিয়েছিলাম সে লিখিত খাতা । ফলে আমি লিখার জন্য খালি যায়গা পাচ্ছিলাম না। আবার অনেক কষ্টে নতুন খাতা নিয়ে পরীক্ষা দিলে ও পরীক্ষা শেষে চলে আসার পর মনে পড়ল আমি আমার নাম ও রোল নাম্বার লিখিনি ফলে হলে পুনরায় গেলাম কিন্তু প্রবেশ পত্র নিয় নাই । তাই হলের সিট খুজতে গিয়ে আর খুঁজে পাচ্ছি না । পরীক্ষার মাঝে একবার নামাজ পড়ার স্বপ্ন ও দেখলাম। তাই সে মসজিদকে মনজিল করে হল খুজার চেষ্টা করি । পরে কি হয়েছিল আর মনে নেই। তার মধ্যে আরো দুটি বিষয় লক্ষণীয় তা হল ফ্রিজের পানি বাতাসে আনার সাথে সাথে ফুটতে ছিল টকবগ করে। আমি সচিবকে দেখাচ্ছিলাম দেখছেন সাধারণ তাপমাত্রায় ও পানি কিভাবে ফুটছে? তার হাত ধরে তার আঙ্গুল চুবাচ্ছিলাম গ্রম পানিতে। সে একটা কনার বচন বা ধাধার মত সুন্দর একটা লাইন বলছিল মনে নেই ভালভাবে তবে এই রকম কিছুটা " লাশ কিভাবে দু তলায় উঠে??????/ ঊঠতে পারে?????" মহান রব আমাদের ক্ষমা করুন । জাতিকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করুন। আমাদের সবাইকে হেফাজত করুন।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204323
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০২
153469
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারক বাদ।
204371
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩১
পুস্পিতা লিখেছেন : স্বপ্নের কোন ঠিকঠিকানা থাকে না। তবে সচিব নর্দমা থেকে খাবার খাচ্ছেন, বিষয়টি কেমন যেন! পরিচিত হলে উনাকে জানান এবং দেখুন তিনি কি বলেন!
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০১
153467
সত্য নির্বাক কেন লিখেছেন : বলাটা ও কেমন না.।.।।
204387
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা আমাদের হিফাজত করুন।
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০২
153468
সত্য নির্বাক কেন লিখেছেন : আমীন । চুম্মা আমীন।।
204572
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১২
শিশির ভেজা ভোর লিখেছেন : মহান রব আমাদের ক্ষমা করুন । জাতিকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করুন। আমাদের সবাইকে হেফাজত করুন। Praying Praying Praying
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১১
153888
সত্য নির্বাক কেন লিখেছেন : আমীন
204590
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
নীল জোছনা লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... Rose Rose Rose
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৩
153894
সত্য নির্বাক কেন লিখেছেন : সুন্দর হওয়ার জন্য লিখা হয় নাই..... ভুল ইন্ডিকেশন।থ্যাংকস।
204650
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৪
153897
সত্য নির্বাক কেন লিখেছেন : আসলে ভাল লাগার কিছু কি লিখা হয়েছে??
204862
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩৪
ভিশু লিখেছেন : Praying
Chatterbox
Waiting
Day Dreaming
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৫
153899
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনার ইমু গুলো সব সুন্দর তবা ভাল বুঝিনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File