আমি কি পার পাব??????????????

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৫ এপ্রিল, ২০১৪, ১১:২৫:৩৫ সকাল



আমার কি ভাবা উচিৎ............আমি কি পার পাব............ নাকি নিজের অগোচরেই ধরা খেয়ে যাচ্ছি????????????

"কোন মুসলিম যদি ইসলামকে জানার পরেও সে ইসলামকে সঠিক হিসেবে মেনে নিতে পারলোনা, তাহলে এক্ষেত্রে দায়বদ্ধতা কার?"

আচ্ছা! মনে করি, কোন অমুসলিম ব্যক্তি, যাকে ইসলামের দিকে আহবান করা হচ্ছে বা সে নিজে থেকেই ইসলামকে জানার চেষ্টা করে যাচ্ছে।

এখন, আমরা সেই ব্যক্তিকে সারাজীবন ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছি, আর সে নিজেও আগ্রহ নিয়ে জানার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এতকিছুর পরেও সে মৃত্যুর আগপর্যন্ত ইসলামকে মন থেকে বিশ্বাস করতে পারলো না! তাহলে কি হবে?

এর দায়ভার কি সেই ব্যক্তির একার? নাকি আমাদেরও?

আচ্ছা! সেই ব্যক্তি যদি বিচারের দিনে আল্লাহকে প্রশ্ন করে, আমি দুনিয়াতে যে মুসলিমদের দেখেছি বা যারা আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, তারা আমার কাছে বিশুদ্ধ ইসলামটাকে রিপ্রেজেন্ট করতে ব্যর্থ হয়েছে। তাদের এক্টিভিটিজ বা লাইফস্টাইল দেখে আমার ইসলামকে সঠিক ভাবে চিনতে ভুল হয়েছে। তখন?

আপনি কি ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার দায় এড়াতে পারবেন?

অথবা কোন অমুসলিম, হোক সে ইসলামবিদ্বেষী, তার প্রতি আপনার খারাপ আচরণের কারণেই সে ইসলামের প্রতি আগ্রহ হারিয়ে ফেললো, ইসলামকে আপনার খারাপ আচরণ দিয়ে বিবেচনা করলো। অথচ আপনি যদি তার সাথে সুন্দরভাবে ইসলামের মহত্ব ফুটিয়ে তুলতে পারতেন!! তাহলে হয়ত রেজাল্ট ভিন্ন হতে পারতো, আর না হলেও আপনার দায়িত্ব থেকে আপনি মুক্তি পেতেন।

আপনি যখন ইসলামের কথা বলবেন, ইসলামের জন্য কাজ করবেন। তখন অন্যেরা আপনার এক্টিভিটিস, বিহেভিয়ার, হোক তা পার্সোনাল বা রিলিজিয়াস অথবা সামাজিক, সেগুলোকে কিন্তু ইসলামের কাজ, ইসলামের আচরণ বলেই গণ্য করবে।

আপনি যখন ইসলামের প্রতিনিধি তখন "মানুষের সামনে" আপনার পার্সোনাল বিহেভিয়ার বলে কিছু নেই।

তাহলে, কেউ যদি আপনার আচরণ বা কাজকর্ম দেখে ইসলামকে ভুল বুঝে থাকে, তাহলে নিশ্চিতভাবেই সে দায়িত্ব আপনার ঘাড়ে বর্তাবে। কেউ যদি আপনার খারাপ আচরণের কারণে ইসলামকে জানার আগ্রহ হারিয়ে ফেলে, তাহলে এর জন্য আপনিই দায়ী থাকবেন।

সো, আমার মনে হয়, নিজেকে মুসলিম প্রমাণের আগে নিজেকে মুসলিম হিসেব গড়ে তোলাই প্রধান কাজ। -মাহমুদ

﴿وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَىٰ إِلَى الْإِسْلَامِ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ﴾

৭) সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে৷ অথচ তাকে শুধু ইসলামের (আল্লাহর আনুগত্য করার) দিকে আহ্বান করা হচ্ছে৷ আল্লাহ এ রকম জালেমদের হিদায়াত দেন না৷সুরা আস সফ-৭

বিষয়: বিবিধ

১৩৪১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202682
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৮
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : কেউ যদি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম বর্জন করে তখন আপনি কি করবেন?
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৫
152195
সত্য নির্বাক কেন লিখেছেন : যারা প্রকৃতির ডাঙ্গর তাদের প্রশ্নের উত্তর দিয়ে কি লাভ বলুন??
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৭
152205
সত্য নির্বাক কেন লিখেছেন : প্রিয় খেলা ঘরের সাথী এখানে তাদের কথা বলা হচ্ছে যাদের কথা এবং কাজে মিল নেই। যারা মুখে যা বলে কাজে তা করে না। কর্মীয় বৈসাদৃশ্য যাদের মধ্যে বিদ্যমান থাকায় অন্যরা মুসলিম সম্পর্কে বিভ্রান্ত ইসলাম সম্পর্কে দিক ভ্রান্ত হয় তাদের নিয়ে লিখা। যারা বিশ্বাসী নয় তাদের নিয়ে এই লিখা নয়। ভাল থাকুন। মুসলিমরা সত্যের সাক্ষ্য হয়ে দিক ভ্রান্ত পথ ভুলা মানুষকে পথের দিশা দিক এই উদ্দ্যেশ্য লিখা। তারপর ও আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
202698
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ছবির কথাগুলো খুব সুন্দর এবং ভালো লেগেছে। Thumbs Up তবে মন্তব্য করতে এসে এস্তেগফার পড়তে হলো। I Don't Want To See
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৩
152220
সত্য নির্বাক কেন লিখেছেন : আল্লাহ্‌ মানুষকে তার সামর্থের অধিক বুঝা চাপান না..। তাই আসুন চেষ্টা করি।
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৫
152261
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : যার কারনে এস্তেগফার পড়তে হলো তাকে তাড়ালে (ব্লক করলে) কেমন হয়?
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
152283
সত্য নির্বাক কেন লিখেছেন : মেহমান তাড়ালে কেমন দেখায়??
202777
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৯
হতভাগা লিখেছেন : মুসলিমা হিসেবে আমি গর্বিত - তবে স্বামীকে আমার অনুমতি নিয়েই তবে ২য় বিয়ে করতে হবে যদিও আল্লাহই পবিত্র ক্বুরআনে সামর্থ্য থাকলে স্বামীকে সেটার অধিকার দিয়ে দিয়েছেন। ।

মুসলিমা হিসেবে আমি গর্বিত - তবে স্বামী আমাকে যে কারণেই হোক প্রহার করলে আমি আদালতের আশ্রয় নেব তা যতই বলা থাকুক না কেন যে স্বামী একটা বিশেষ পর্যায়ে এসে তার স্ত্রীকে প্রহার করতে পারবে ।

মুসলিমা হিসেবে আমি গর্বিত - তবে স্বামীর উপর আমিই বসিং করবো তা যতই স্বামীকেই কর্তৃত্ব করার অনুমতি দেওয়া থাক না কেন ।

মুসলিমা হিসেবে আমি গর্বিত - তবে বাবার সম্পত্তিতে মেয়ে হিসেবে আমারও সমান অধিকার আছে ভাইয়ের মত ।


আর কত মজা দিবেন আপু ?
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৩
152285
সত্য নির্বাক কেন লিখেছেন : যা কিছু ভুল আছে শুদ্ধ হোক শুদ্ধ হোক....।
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৭
152302
হতভাগা লিখেছেন : এগুলো তো ভুল না ! এগুলো তো আল্লাহর আইনের বিপরীতে গিয়ে স্বজ্ঞানে করা মনুষ্য আইন যার সম্পূর্ণ বেনিফিশিয়ারী মুসলিমা(!) রা !

দেনমোহরের ব্যাপারে শরিয়ত যা বলেছে সেটা মানি , তবে স্বামী যে কারনবশত প্রহার করতে পারবে শরিয়ত মতে সেটাতে আপত্তি আছে ।

202890
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : সঠিক দায়িত্ব পালন না করে পার পাওয়ার কোন সুযোগ নেই আমাদের।
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৯
152624
সত্য নির্বাক কেন লিখেছেন : জ্যি মহান রব মালিক মুনিব আমাদের তৌফিক দিন।
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৯
152625
সত্য নির্বাক কেন লিখেছেন : জ্যি মহান রব মালিক মুনিব আমাদের তৌফিক দিন।
202990
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২৪
নীল জোছনা লিখেছেন : পারবো
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৯
152626
সত্য নির্বাক কেন লিখেছেন : কি পারবো??
203900
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৬
ভিশু লিখেছেন : সুন্দর!
ভালো লাগ্লো...Happy Good Luck
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:২২
153385
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনার মন সুন্দর।
204312
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩০
বৃত্তের বাইরে লিখেছেন : খুব ভালো লাগলো আপনার কথাগুলো। অন্যকে উপদেশ দেয়ার আগে নিজেকে সংশোধন করা উচিত Good Luck Good Luck
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৫
153499
সত্য নির্বাক কেন লিখেছেন : মহান রব আমাকে আপনাকে আমাদেরকে নিজেকে সংশোধন করার তৌফিক দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File