আমি কি পার পাব??????????????
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৫ এপ্রিল, ২০১৪, ১১:২৫:৩৫ সকাল
আমার কি ভাবা উচিৎ............আমি কি পার পাব............ নাকি নিজের অগোচরেই ধরা খেয়ে যাচ্ছি????????????
"কোন মুসলিম যদি ইসলামকে জানার পরেও সে ইসলামকে সঠিক হিসেবে মেনে নিতে পারলোনা, তাহলে এক্ষেত্রে দায়বদ্ধতা কার?"
আচ্ছা! মনে করি, কোন অমুসলিম ব্যক্তি, যাকে ইসলামের দিকে আহবান করা হচ্ছে বা সে নিজে থেকেই ইসলামকে জানার চেষ্টা করে যাচ্ছে।
এখন, আমরা সেই ব্যক্তিকে সারাজীবন ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছি, আর সে নিজেও আগ্রহ নিয়ে জানার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এতকিছুর পরেও সে মৃত্যুর আগপর্যন্ত ইসলামকে মন থেকে বিশ্বাস করতে পারলো না! তাহলে কি হবে?
এর দায়ভার কি সেই ব্যক্তির একার? নাকি আমাদেরও?
আচ্ছা! সেই ব্যক্তি যদি বিচারের দিনে আল্লাহকে প্রশ্ন করে, আমি দুনিয়াতে যে মুসলিমদের দেখেছি বা যারা আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, তারা আমার কাছে বিশুদ্ধ ইসলামটাকে রিপ্রেজেন্ট করতে ব্যর্থ হয়েছে। তাদের এক্টিভিটিজ বা লাইফস্টাইল দেখে আমার ইসলামকে সঠিক ভাবে চিনতে ভুল হয়েছে। তখন?
আপনি কি ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার দায় এড়াতে পারবেন?
অথবা কোন অমুসলিম, হোক সে ইসলামবিদ্বেষী, তার প্রতি আপনার খারাপ আচরণের কারণেই সে ইসলামের প্রতি আগ্রহ হারিয়ে ফেললো, ইসলামকে আপনার খারাপ আচরণ দিয়ে বিবেচনা করলো। অথচ আপনি যদি তার সাথে সুন্দরভাবে ইসলামের মহত্ব ফুটিয়ে তুলতে পারতেন!! তাহলে হয়ত রেজাল্ট ভিন্ন হতে পারতো, আর না হলেও আপনার দায়িত্ব থেকে আপনি মুক্তি পেতেন।
আপনি যখন ইসলামের কথা বলবেন, ইসলামের জন্য কাজ করবেন। তখন অন্যেরা আপনার এক্টিভিটিস, বিহেভিয়ার, হোক তা পার্সোনাল বা রিলিজিয়াস অথবা সামাজিক, সেগুলোকে কিন্তু ইসলামের কাজ, ইসলামের আচরণ বলেই গণ্য করবে।
আপনি যখন ইসলামের প্রতিনিধি তখন "মানুষের সামনে" আপনার পার্সোনাল বিহেভিয়ার বলে কিছু নেই।
তাহলে, কেউ যদি আপনার আচরণ বা কাজকর্ম দেখে ইসলামকে ভুল বুঝে থাকে, তাহলে নিশ্চিতভাবেই সে দায়িত্ব আপনার ঘাড়ে বর্তাবে। কেউ যদি আপনার খারাপ আচরণের কারণে ইসলামকে জানার আগ্রহ হারিয়ে ফেলে, তাহলে এর জন্য আপনিই দায়ী থাকবেন।
সো, আমার মনে হয়, নিজেকে মুসলিম প্রমাণের আগে নিজেকে মুসলিম হিসেব গড়ে তোলাই প্রধান কাজ। -মাহমুদ
﴿وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَىٰ إِلَى الْإِسْلَامِ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ﴾
৭) সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে৷ অথচ তাকে শুধু ইসলামের (আল্লাহর আনুগত্য করার) দিকে আহ্বান করা হচ্ছে৷ আল্লাহ এ রকম জালেমদের হিদায়াত দেন না৷সুরা আস সফ-৭
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলিমা হিসেবে আমি গর্বিত - তবে স্বামী আমাকে যে কারণেই হোক প্রহার করলে আমি আদালতের আশ্রয় নেব তা যতই বলা থাকুক না কেন যে স্বামী একটা বিশেষ পর্যায়ে এসে তার স্ত্রীকে প্রহার করতে পারবে ।
মুসলিমা হিসেবে আমি গর্বিত - তবে স্বামীর উপর আমিই বসিং করবো তা যতই স্বামীকেই কর্তৃত্ব করার অনুমতি দেওয়া থাক না কেন ।
মুসলিমা হিসেবে আমি গর্বিত - তবে বাবার সম্পত্তিতে মেয়ে হিসেবে আমারও সমান অধিকার আছে ভাইয়ের মত ।
আর কত মজা দিবেন আপু ?
দেনমোহরের ব্যাপারে শরিয়ত যা বলেছে সেটা মানি , তবে স্বামী যে কারনবশত প্রহার করতে পারবে শরিয়ত মতে সেটাতে আপত্তি আছে ।
ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন