গল্পটা হয়ত পরিচিত...
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০১ এপ্রিল, ২০১৪, ০৫:০০:২৮ বিকাল
আমি আজই পড়লাম। ইংল্যান্ডে একজন ইমাম বাসে করে কোথাও যাচ্ছিলেন। কন্ডাক্টর টিকেটের টাকা ফেরত দেয়ার সময় ভুলে আধ পাউন্ড বেশী ফেরত দিয়ে দিলো। ইমাম মুহূর্তের জন্য ভেবেছিলেন যে এই আধ পাউন্ড আর ফেরত দেয়ার কী আছে অত হাঙ্গামা করে, কী আর হবে ওতে, রাখলেও কিছু না, দিলেও কিছু না!! তাও কী মনে করে নামার সময় দিয়ে দিলেন। কন্ডাক্টর তখন বলল, "আমি অনেক দিন ধরে ভাবছি মুসলিম হব। তাও হওয়ার আগে তোমাদের সততা দেখতে চাইছিলাম... তাই ইচ্ছা করে আধ পাউন্ড বেশী দিয়েছি দেখতে যে এই সামান্য ব্যাপারটাও ইসলামে সততার সাথে হ্যান্ডল করা হয় কিনা!" তারপর সেই ইমামকে কই পাওয়া যাবে তার খোঁজ করলো, কারণ সে মুসলিম হতে চায়! ইমাম মনে মনে ভাবলেন, আমি আরেকটু হলে আধ পাউন্ডের কারণে ইসলামকে বিক্রয় করে দিচ্ছিলাম!! অর্থাৎ ওই আধ পাউন্ড কিছু না ভেবে না দিলে সেই কন্ডাক্টর গোটা ইসলাম নিয়েই সন্দেহ করে বসতো! সুবহানআল্লাহ, এটা সত্য না গল্প আমি জানি না... শিক্ষাটা কিন্তু সত্য! গল্পটা মূলত এই শিক্ষা নিয়ে এসেছে যে আমাদের দেখে মানুষ দ্বীনের কথা জানবে, সেখানে যেন সামান্য সঠিক কাজও আমরা "সামান্য" ভেবে এড়িয়ে না যাই। হয়ত তা আমাদের কল্পনার চেয়েও অনেক বড়।
আমার কেন যেন এটা শোনার পর থেকে জুলুমের কথা মনে হচ্ছে। জিনিসটা আমি বড় ভয় পাই। কারণ আমি দেখেছি, সামান্য ব্যাপার ভেবে মানুষ জুলুম করে অন্যের ওপর। তারপর একটা থেকে আরেকটা জুলুমের জন্ম নেয়, না চাইলেও! এই আধ পাউন্ড ফেরত না দেয়ার মত নিরীহ জুলুম থেকেও বিশাল জুলুমের সূচনা হতে পারে। অন্যায় তো অন্যায়ই, তাই না??
ইসলামে যত ভালো কাজের উল্লেখ আছে, কোনটা তুচ্ছ না, কোনটা না!!! আর যত রকমের জুলুম আছে যা থেকে দূরে থাকার কথা আমাদের, সেসবও একটাও তুচ্ছ না! সুবহানআল্লাহ
বিষয়: বিবিধ
১৭৫৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন