হ্রদয় আমার বিদীর্ণ হচ্ছিল ..........।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৮ মার্চ, ২০১৪, ১১:২২:২৩ সকাল
করুণ চাহনিতে ও মনের পাঠ পড়ে নেওয়া যায় তা দেখে হ্রদয় বিদীর্ণ হচ্ছিল আমার। গতকাল কাশিম্পুর কারাগারে গিয়েছিলাম। গিয়েছিলাম এক ভাইয়ের জামিন হয়েছে তাকে আনতে। কিন্তু রি এরেস্ট করে নিয়ে যায় হায়েনারা। ভাইটিকে যেদিন ধরে নিয়ে যায় সেদিন আশে পাশে কোথাও ককটেল ফেটেছিল। বেচারা একটা দাওয়াত খেয়ে মাত্র তার নিজস্ব হোটেলে বসল। আর তাকে ধরে নেওয়ার পর সে হয়ে গেল বিস্ফোরক মামলার এঝারভুক্ত ১ নং আসামী । তিন মাস পর গতকাল জামিনে বের হওয়ার কি আকুতি দেখেছি তার পরিবারের। কিন্তু সবিই ঘুড়েবালী .......... ধরে নিয়ে আর ও দুটি নতুন বিস্ফোরক মামলার আসামী করে দিল তাকে ......... কি অপরাধ তার?? এই কোন দেশে বসবাস মোদের?
নাকি সীমাহীন অন্যায় অবিচার মেনে ও এখন ও সুস্থ আছি এটাই বা কম পাওয়া কীসের???
আর হ্যা যা বলছিলাম করুণ চাহুনিতে কথোপকথন....... তা হল সময় পেয়ে দুইজন ভাইয়ের সাথে দেখা করতে সাক্ষাৎ কক্ষে অপেক্ষা করছিলাম। দেখছিলাম কি সুদর্শন এক মুরব্বী..... টল ফিগার অমায়িক চেহারা ........ দেশের প্রতি ভালবাসার ঋণ সুদ করছেন?? চেয়ে আছেন অবিরত নিসপলক নেত্রে । কি মমতা সেই চোখে, কি ব্যদনা সেই বুকে ......... আমি দূরে দাঁড়িয়ে ও অনুভবে ভুতা হয়ে যাচ্ছিলাম। তিনি গারদের ফাক গলে তার স্নেহের পুত্র ধনের দিকে চেয়ে আছেন নির্বাক !! পুত্র মাথা ঠুকছেন লৌহ গারদে........... আহ ..
কবে সভ্য হব?? কবে সুবিচার প্রতিষ্ঠিত হবে আমার সোনার বাংলায়?? কবে প্রাণ খুলে বলতে পারব আমি তোমায় ভালবাসি.................
বিষয়: বিবিধ
১৮৫৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেদিন সভ্য হবো যেদিন আওয়ামী অসভ্যদের ক্ষমতা থেকে সরানো যাবে। এটাই এখন বাস্তবতা।
আর আপনার লেখায় এতো বানান ভুল, আমাকে বিস্মিত করছে...একটু খেয়াল করলেই ধরা পড়বে
মন্তব্য করতে লগইন করুন