শেখ হায়েনার অবদান বাংলা আজ হিন্দুস্থান....।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৫ মার্চ, ২০১৪, ১১:২৬:০৭ সকাল
নিজের ঘরে এই নিদারুন অবহেলা আর ইন্ডিয়ান সুপার স্টারদের এই ঝলক আর চমকে অায়ূব বাচ্চুরাও তাদের 'সবটুকু ' দেখাতে সঙ্গত কারনেই ব্যর্থ হয়েছেন বা খেই হারিয়ে ফেলেছেন । একটা জাতির কনফিডেন্স কীভাবে শুষে নেয়া হয় গতকালের আয়ূব বাচ্চুর কন্ঠ ও অভিমান তার নিষ্ঠুর প্রমাণ। বোঝার বাকি রইল না যে নিজের ঘরের সুন্দরীকে পেত্নী বানানোর জন্যেই বাইরের মহা সুন্দরীকে এই বেদনাদায়ক ও অপমানজনক প্রক্রিয়ায় হাজির করা হয়েছে!
মনের এই কষ্টগুিল এখন আর কাকে বলব ?
একটা জাতির মনে হীনম্মন্যতা ঢুকিয়ে দেয়ার জন্যে যা যা করার দরকার, এই সরকার তার কিছুই বাকি রাখলো না !
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোধ, বৃষ্টির, ঝড়ে।”
বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তাই ?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”
আজ রং বেরং য়ের 'স্বাধীনতার চেতনা ' আমাদের স্বাধীনতার এই সুখটুকুকে খেয়ে ফেলেছে। কেউ বাবুই সাজতে গেলে চেতনার এই চড়ুই পাখিরা কালি ছিটিয়ে তাকে কাক বানিয়ে ফেলে। -মিনার রশিদ
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুর্গার মতো করেই নিজেকে প্রবোধ দিচ্ছি বেশ কিছুদিন-আরে দূর,এটা মোটেও জ্বর না..একটু খারাপ লাগছে এই আরকি....ডিজিটাল থার্মোমিটারকে মিথ্যা প্রমাণিত করার নিমিত্তে 'এনালগ'থার্মোমিটার খুঁজে নিই,কিন্তু অবস্হা তথৈবচ..... এ বেলা নিশ্চয় জ্বর ছেড়ে যাবে,তখন ওবেলা পড়ে নেব ভালো করে।অতঃপর ওবেলা ও নিজেকে আবিষ্কার করি কম্বলের তলায়..তার পরদিনও...তারও পরদিন................
দুর্গা আমার আইডল,সেই ৯৪/৯৫ থেকেই...............সচেতন-অবচেতন মনে দুর্গা হয়ে ওঠার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতাম একটা সময়।....দুর্গার রেসিপি অনুসারে 'আমের কুশি জারানোর'কথা ভুলবোনা কোনোদিন..........নোনাফল,বঁইচির ঝোপ,কাঁচপোকা খুঁজে বেড়াই এখনো এই মধ্যবয়সে এসেও.....
নাহ,দুর্গা আর কোনোদিনই রুক্ষ চুল উড়িয়ে বনে-বাদাড়ে ঘুরে বেড়াতে পারেনি...সেই জ্বরটা তাকে চিতায় তুলে দিয়েছিল.........................................
কি জানি, আদৌ কি আইয়ুব বাচ্চুদের চেতনা ফিরে এসেছে???
মন্তব্য করতে লগইন করুন