তবে কি তোমরা আমার লাশের ও অপেক্ষা করবে???????
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৫ মার্চ, ২০১৪, ০৩:৫০:৪৬ দুপুর
কেন বাবাদের হত্যা করছে হায়েনারা??
কেন মামাদের হত্যা করছে ওরা??
কেন চাচাদের খুন করা হচ্ছে??
কেন নানা দাদারা হারিয়ে যাচ্ছে??
কেন আমার ভাইয়েরা আঙ্গুমানের বেওয়ারিশ লাশ??
কেন আমার প্রিয়জনের লাশ নালা নর্দমায়??? কেন কেন কেন???????
কেন আমাদের স্বজন হারাদের চোখের পানি বন্ধ হয় না ?
একবার, দুইবার, শত সহস্রবার জিজ্ঞাস করে কি উত্তর পাব??????,
কেও কি কোন প্রতিক্রিয়া জানাবেন????????????????????????????
খোদার কসম খোদার আরশ ভারী হয়ে যাচ্ছে মজলুমের আহাজারী রুনাজারীতে..........
কেও,........ কেও বাঁচতে পারবে না এ অবস্থা চললে .......... আল্লাহর গজব থেকে........
প্লীজ সাবধান হও জালিমের হাত চেপে ধরো....... মজলুমের পাশে দাঁড়াও...........
আর কত নিরবতা......... তবে কি তোমরা আমার লাশের ও অপেক্ষা করবে??????? খোদার কসম আর সহ্য হচ্ছে না........................আজও এক ভাইয়ের শাহাদাতের খবর শুনলাম। কিন্তু এই ভাই শাহাদাত বরণ করেছেন বহু আগেই। ভাইটির নাম মহিদুল ইসলাম মাইদুর। পড়তেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগে, ভাইটি হয়তো একজন ভাষাবিদ হওয়ার স্বপ্ন বুকে লালন করছিলেন। রেজাল্টও দুর্দান্ত, ফাস্ট ক্লাস সেকেন্ড।
কিন্তু ওনাকে তো হায়েনারা বাঁচতে দিল না। সেই ২৪শে জানুয়ারি তার নিজ জেলা নীলফামারী থেকে ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলে বাস থামিয়ে আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলার মিথ্যা অভিযোগে গ্রেফতার করে র্যাব। ওনার সঙ্গে গ্রেফতারকৃত দুই জনকে র্যাব হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছিল জানুয়ারী মাসের শেষেই, কিন্তু খোঁজ ছিল না মহিদুল ভাইয়ের। অবশেষে আজকে খোঁজ মিলল তার। তবে জীবিত নয় বেওয়ারিশ লাশ হিসেবে বগুড়ার মোকামতলায় দাফন কৃত অবস্থায়। গত ১লা ফেব্রুয়ারী তাকে হত্যা করে অতি গোপনে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে বাংলাদেশের মানবতাবাদী(!) আইন শৃংখলা রক্ষাকারী বাহীনি।
শাহাদাত বরণ করা অন্য ভাইদের মৃতদেহটি হলেও দেখি, কিন্তু মহিদুল ভাইয়ের? না, হায়েনারা মেরে কেটে তাকে দাফন করে ফেলেছিল।
কিছুই বলার নাই। শুধু করে দেখাতে হবে, কিছু করে দেখাতে হবে, শহীদ ভাইদের জন্য এই বাংলাদেশে কিছু করে দেখাতে হবে।
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ তুমি সমুদ্রে যাও.........।
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন