কিসের পেছনে ঘুরে বেড়াচ্ছি??????
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:২৯:৪৩ দুপুর
মোমের টিমটিমে আলোয় অস্পষ্ট ভবিষ্যৎ.....আলো চাই অনেক আলো..........
সেই আলোর সন্ধানে অনেকদিন পর আলোর সাগরে ডুব দিলাম......
কি যে আনন্দ বলে বুঝাতে পারব না...........
গত বৃহস্পতি বার বাদ মাগরিব মসজিদে দারসে বসেছিলাম.....
এমনিতে অনেক সময় ভঁয়ে মসজিদে যায় না , কোথাও কোন কাজে গেলে ও নির্দিষ্ট কাজ শেষ করে তুলনা মূলক নিরাপদ যায়গায় ফিরে আসি......... ওয়াল্লাহু খায়রুল হাফিজিন........ যা হোক সেদিন মসজিদেই বসলাম , দারস দিলেন সাবেক যুগ্ন সচিব আলী আকবর ভুইয়া সাহেব...... মাশে আল্লাহ্ অনেক জ্ঞানী লোক , ধারাবাহিক আলোচনায় সেদিন বিষয় ছিল সুরা আল মুমিনুন......
﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ﴾
১) নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মু’মিনরা
﴿الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ﴾
২) যারাঃ নিজেদের নামাযে বিনয়াবনত হয়,
﴿وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ﴾
৩) বাজে কাজ থেকে দূরে থাকে,
﴿وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ﴾
৪) যাকাতের পথে সক্রিয় থাকে,
﴿وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ﴾
৫) নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে,
﴿إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ﴾
৬) নিজেদের স্ত্রীদের ও অধিকারভুক্ত বাঁদীদের ছাড়া, এদের কাছে (হেফাজত না করলে) তারা তিরষ্কৃত হবে না,
﴿فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ﴾
৭) তবে যারা এর বাইরে আরো কিছু চাইবে তারাই হবে সীমালংঘনকারী,
﴿وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ﴾
৮) নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে
﴿وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ﴾
৯) এবং নিজেদের নামাযগুলো রক্ষণাবেক্ষণ করে,
﴿أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ﴾
১০) তারাই এমন ধরনের উত্তরাধিকারী যারা নিজেদের উত্তরাধিকার হিসেবে ফিরদাউস, ১০ লাভ করবে
﴿الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ﴾
১১) এবং সেখানে তারা থাকবে চিরকাল৷
একে একে ব্যক্যা প্রদান শেষে বললেন ওয়ারিস হওয়ার জন্য কারো সার্টিফিকেট লাগে না বাবার সন্তান মাত্রই ওয়ারিশ হয়......
দেখুন জান্নাতের ওয়ারিস কারা আল্লাহ্ বলেই দিলেন যারা এই সাতটি বৈশিস্ট্য অর্জন করবে তারা জান্নাতের অটু ওয়ারিস হয়ে যাবে সুবহানাল্লাহ...
আজ অফিসে আসতে আসতে সুরা আস সফ মুখস্ত করার জন্য iquaran lite এ প্রতি আয়াত ৮ বার রিপিট দিয়ে শুনছিলাম অপরদিকে al-quran(bangla) দেখছিলাম অর্থ সহ এক জায়গায় আসল
﴿يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ﴾
৮) এরা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়৷ অথচ আল্লাহর ফায়সালা হলো তিনি তার নূরকে পূর্নরূপে বিকশিত করবেন৷ কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন৷
﴿هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ﴾
৯) তিনিই সেই মহান সত্তা যিনি তাঁর রসূলকে হিদায়াত এবং ‘দীনে হক’ দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এ দীনকে অন্য সকল দীনের ওপর বিজয়ী করেন, চাই তা মুশরিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ﴾
১০) হে ঈমান আনয়নকারীগণ! আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের ১৪ সন্ধান দেবো যা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে?
﴿تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ﴾
১১) তোমরা আল্লাহ ও তার রসূলের ১৫ প্রতি ঈমান আন এবং আল্লাহর পথে অর্থ-সম্পদ ও জান-প্রাণ দিয়ে জিহাদ করো এটাই তোমাদের জন্য অতিব কল্যাণকর যদি তোমরা তা জান৷
﴿يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ﴾
১২) আল্লাহ তোমাদের গোনাহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমনসব বাগানে প্রবেশ করাবেন যার নীচে দিয়ে ঝর্ণাধারা বয়ে চলবে৷ আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম ঘর দান করবেন৷ এটাই বড় সফলতা৷
﴿وَأُخْرَىٰ تُحِبُّونَهَا ۖ نَصْرٌ مِّنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ﴾
১৩) আর আরেক জিনিস যা তোমরা আকাংখা করো আল্লাহ তাও তোমাদের দেবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অতি নিকটবর্তী সময়ে বিজয়৷ ১৮ হে নবী! ঈমানদারদেরকে এর সুসংবাদ দান করো৷
দেখুন তো আল্লাহ্ কত সহজ করে দিয়েছেন , স্পষ্ট করে দিয়েছেন সফলতার পথ আর আমরা কিসের পেছনে ঘুরে বেড়াচ্ছি??????
সুবহানাল্লাহি অবি হাম দিহী সুবহানাল্লাহিল আযীম..........
বিষয়: বিবিধ
১৫৩৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৮) এরা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়৷ অথচ আল্লাহর ফায়সালা হলো তিনি তার নূরকে পূর্নরূপে বিকশিত করবেন৷ কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন৷
মন্তব্য করতে লগইন করুন