শিবিরের প্রেম প্রশিক্ষণ............

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২১ জানুয়ারি, ২০১৪, ১১:৩৫:৩৫ রাত



গোপন তথ্য ফাঁস!!!!!!

শিরোনাম শুনে অবাক হচ্ছেন???

অবাক হওয়ার কিছুই নেই।

শিবির তার সকল জনশক্তিকেই প্রেমের প্রশিক্ষণ দিচ্ছে।

তবে হ্যাঁ কোন নারীকে পাওয়ার জন্য এ প্রেম নয়।।

এ প্রেম হলো মানুষের মনিব মহান আল্লাহকে পাওয়ার জন্য।।

সমাজের অন্য পথহারা যুবক যখন নারীর মন পাওয়ার জন্য ব্যস্ত,

ঠিক তখন শিবিরের যুবকররা তার মনিবের পাওয়ার জন্য ব্যস্ত।।

অন্য যুবকরা যখন গভীর রাতে তার প্রেমিকার সাথে অশ্লিল

কথা বলতে ব্যস্ত থাকে, ঠিক তখনই ছাত্রশিবিরের

জনশক্তিরা তাহাজ্জত নামাজের মাধ্যমে তার মনিবের

সাথে কথা বলতে ব্যস্ত থাকে।।

শিবিরের ছেলেরা প্রেম করে পবিত্র কুরআনের ও হাদীসের সাথে।।

প্রেমিক যেমন তার প্রেমিকার মেসেস না পড়ে থাকতে পারেনা ঠিক

তেমনই শিবিরের ছেলেরাও কুরআন ও হাদীস না পড়ে দিন

কাটাতে পারে না।।

অন্য ছেলেদের যেমন প্রেমিকার

সাথে কথা না বললে মনে প্রশান্তি আসেনা, ঠিক তেমনই পাঁচ

ওয়াক্ত নামাজের মাধ্যমে তার মনিবের

সাথে কথা না বললে শিবিরের ছেলেদের মনে প্রশান্তি আসে না।।

ধ্বংসগামী ছেলেরা যখন পার্কে ডেটিং এ ব্যস্ত, ঠিক ঐ সময়ই

শিবিরের ছেলেরা পার্কে দাওয়াতি কাজে ব্যস্ত।।

পথহারা যুবকরা যখন ক্লাসে ফাঁকি দিয়ে নেশায় মাতোয়ারা, ঠিক

তখনই শিবিরের ছেলেরা ক্লাসে টিচারদের প্রতিটা কথা তার

নোটবুকে নোট করতে মাতোয়ারা।।

পথহারা যুবকরা যখন তসলিমা নাসরিন, হুমায়ুন আহমদ, জাফর

ইকবালের মতো নাস্তিকদের যৌনাবেদন মুলক গ্রন্থ পড়ে সময়

পার করে, তখন শিবিরের ছেলেরা রাসূল ( স) এর সাহাবীদের জীবনী গ্রন্থ পড়ে সময় পার করে।।

ধ্বংসের পথের পথিকরা যখন রাস্তাঘাটে অশ্লিল আড্ডায়

মেতে থাকে,, তখন শিবিরের ছেলেরা পড়ার টেবিলে তার

একাডেমিক পড়া লেখায় মেতে থাকে।।

আর দিন শেষে ধ্বংসগামী যৃবকরা বিছানায় শুয়ে যখন

চিন্তা করে আজ কতটি মেয়েকে টিজ করলাম??

কোন মেয়েটি বেশি সুন্দরি??

আগামিকাল কিভাবে অমুক মেয়েকে ম্যনেজ করবো????

ঠিক এই সময়ই আমার প্রাণ প্রিয় সংগঠন এর ছেলেরা চিন্তা করে,

সারা দিনে কতগুলা ভালকাজ করলাম??

কতগুলা ছেলেকে ইসলামের পথের দাওয়াত দিলাম???

কাউকে কষ্ট দিলাম কি না???

কোন ভাল কাজ হাতছাড়া হলো কি না??

কোন খারাপ কাজ আমার দ্বারা হলো কি না??

মনের অজান্তেই কোন খারাপ কাজ হয়ে থাকলে তার মনিবের

কাছে মাপ চেয়ে নেয় শিবিরের ছেলেরা।।।

আপনি জানেন কি?? শিবিরের ছেলেরা এ

কাজগুলা কিভাবে শিখে????

এ কাজগুলা তার দায়িত্বশীলরা কর্মশালার মাধ্যমে শিখে থাকে।

যে কর্মশালাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ হিসেবে কিছু

মিডিয়া প্রচার করে থাকে।।

আসুন আমরা এ সকল মিডিয়াগুলো বয়কট করি।।।

হে আল্লাহ তুমি আমার এ শিবিরের ভাইদেরকে কবুল করো।

তাদেরকে তোমার হেফাজতে নিয়ে নাও।।

আমীন

ছুম্মা আমীন।

বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165593
২২ জানুয়ারি ২০১৪ রাত ১২:২৮
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৫
119913
সত্য নির্বাক কেন লিখেছেন : চুম্মা আমিন।
165596
২২ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪০
বড়মামা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।আল্লাহ সবাইকে কবুল করুন।
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৬
119914
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন
165603
২২ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫২
আলোর আভা লিখেছেন : হে আল্লাহ তুমি আমার এ শিবিরের ভাইদেরকে কবুল করো।

তাদেরকে তোমার হেফাজতে নিয়ে নাও।আমীন ।
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৭
119751
শেষ বিকেলের লিখেছেন : তালেবানরাও আল্লার হেফাজতে। হাহাহা.।
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৬
119915
সত্য নির্বাক কেন লিখেছেন : চুম্মা আমিন।
165608
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৬
শেষ বিকেলের লিখেছেন : মানুষের গায়ে পেট্রল বোমা মারার প্রেম।
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৪০
119778
মনসুর আহামেদ লিখেছেন : @শেষ বিকেলেরআকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু 
মরুর মুসাফির 
পরীবানু ,সততার আলো
অশ্বথমা 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী 
সততার আলো
এই নেরিকুত্তার এত নিক
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৩
119785
মারুফ_রুসাফি লিখেছেন : সত্য কখাই বলছেন। এরা ইসলামের নামে ভন্ড রাজনীতি করে। এরা গনতন্ত্রতে বিশ্বাসি। আর গনতন্ত্র ইসলামে হারাম।
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৩
119786
মারুফ_রুসাফি লিখেছেন : সত্য কখাই বলছেন। এরা ইসলামের নামে ভন্ড রাজনীতি করে। এরা গনতন্ত্রতে বিশ্বাসি। আর গনতন্ত্র ইসলামে হারাম।
165659
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৪:২৫
প্যারিস থেকে আমি লিখেছেন : শিরোনাম দেখেতো টাসকি খাইলাম।
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
119920
সত্য নির্বাক কেন লিখেছেন : সবার এই খাওয়ার কথা। ধন্যবাদ । ধাক্কা খাইয়া হলেও পড়ার জন্য ।
165662
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০১
শেখের পোলা লিখেছেন : ঘাবড়ে গেলেও পরে আশ্বস্থ হলাম৷ ধন্যবাদ৷
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৮
119921
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ।
165710
২২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৫
আহমদ মুসা লিখেছেন : অনেক ধন্যবাদ পিলাচ
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪০
119922
সত্য নির্বাক কেন লিখেছেন : বেশী ব্যাস্ত..। হঠাত সর্ট কাট শুরু করলেন যে ভাই????

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File