জামায়াত রাজাকার!!!
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৪ জানুয়ারি, ২০১৪, ০২:৫০:১৯ দুপুর
বাংলাদেশের জ্ঞানের ভাণ্ডার যাকে বলা হয় সেই মানুষটি একটি বইয়ের মধ্যে লিখেছেন
আমরা কেন স্বাধীনতা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করিনি তা কাউকে বুঝতে খুব বেশী জ্ঞানের দরকার নাই যার ভিতরে সামান্য দেশ প্রেম আছে তারা খুব সহজেই বুঝবেন।
কেন না আমরা দেশকে ভাগ করে ইন্ডিয়ার পদতলে আবাদ্ধ হব,
ইন্ডিয়া আমাদেরকে সব সময় চোখ রাঙ্গিয়ে কথা বলবে
আমাদেরকে ইন্ডিয়ার প্রেসক্রিপ্সন অনুযায়ী দেশ চালাতে হবে তা আমরা চাই নি।
কারণ বাংলাদেশ একমাত্র একটি দেশ পৃথিবীতে যার ৩ দিক দিয়ে হিন্দুত্ববাদী দিয়ে ঘেরা মুসলিম দেশ। এমন একটি মানচিত্রকে ইন্দিয়া কোন দীনিই শত্রু ছাড়া বন্দু ভাবতে পারে না!!!!
এবং পৃথিবীতে বাংলাদেশের ১ নাম্বার শত্রু যদি কেউ থাকে সেটা হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র ভারত ভারত ভারত !!!!
আর সেই কারনেই আমাদের দল জামায়াতে ইসলামী বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেনি এর পরেও যদি আপনারা আমাকে আমাদেরকে রাজাকার সাধিনত বিরোধী বলেন তাহলে আপনাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আপনাকে দেওয়ার মত আমাদের কাছে আর কিছু নাই!!!
সেই মানুষটি কে জানেন আপনারা ......
অধ্যপক গোলাম আজম সাহেব।।
বাংলাদেশ এখন ৫৬হাজার বর্গমাইলের এক টুকরা জাহান্নাম।। যেখানে কেবল কষ্ট আছে, নাই কোন শান্তি বা স্বস্তি।।আপনাদের কি মনে হয়??
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা এখন আগের চেয়ে অনেক সচেতন হয়েছি। কাদের সিদ্দিকির ভাষায়ই তা স্পষ্ট
মন্তব্য করতে লগইন করুন