পূরানো ছবি ও আজকের কাসুন্দি
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১০ জানুয়ারি, ২০১৪, ০৩:৩৫:১৮ দুপুর
মসজিদে ডুকব জুমা পড়তে গেইটে দেখি পুলিশ খারায়া রইছে.........।। মেজাজ গেল খারাপ হইয়া.........।। কত আকুলি বিকুলি চিন্তা ......।। যদি মাইরা চিতপ্টাং করা যাইত......, হালারা হিন্দু পাড়া আর মন্দির পাহারা দিতে পারে না...... মুসলমানদের নামাজের স্থান ভীতিকর কইরা রাখে...... আরও কত কি চিন্তা......... সুন্নত পড়লাম বাহিরেই।। পড়া শেষে আবার থাকাইলাম গেইটের দিকে চোখ কটমট কইরা...... কিন্তু মামুরে আর দেহিনা। আর ও কত গুলো খারাইয়া আছে দেখলে ডিবি ডিবি মনে হয়.........।। চুক্কু জোড়া গোরাইয়া কাছে তাকাইতেই দেহী হাত গোটানো পুলিশ... বন্ধুরা ভঁয় পাইছ.........। হা হা হা......।। আমি কিন্তু ঠিকই পাইছিলাম.........।। কিন্তু সে নামাজি পুলিশ......।। মনটা প্রশান্তিতে ভরে গেল...। কতদিন দেখি না নামাজি পুলিশ ...।। এতদিন দেখি আমরা নামাজ পড়ি আর হেতারা খাড়ায়া কাড়ায়া মাছি তাড়ায়...।। তাগো মনে হয় নামাজ কালাম আল্লাহ্ মাপ কইরা দিছে...!!!
তাই আজকে একজনেরে নামাজ পড়তে দেইখা মোর এত আনন্দ.........।। যা হোক আল্লাহ্ পুলিশরে আর তাদের পরিচালক গোলারে হেদায়াত দিক ...।।
পুনশ্চঃ মেঘ দেখে কেও করিস নে ভঁয় আড়ালে তার সূর্য হাসে...।। সাথে লজ্জ্বা পাইয়া মুইও হাঁসি।। হা ।।হা ।। হা।।
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন