যে স্টেটাস পড়ে চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। জীবন মৃত্যুর স্নদ্ধিক্ষনে যে লোক তার মেয়ে কি বলে???
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১০ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৯:২১ দুপুর
প্রিয় নেতা আব্দুল কাদের মোল্লা ভাইয়ের মেয়ের সর্বশেষ ফেসবুক স্টাটাস-
"আব্বু,
আপনার কথা চিন্তা করতেছি না এমন
একমুহুর্তও মনে হয় নাই। মিক্সড একটা ফিলিংস-এ ভুগতেছি। যদি ফাঁসি দিয়ে দেয় শেষ পর্যন্ত!!!
একবার চিন্তা করি আমার আব্বু
শহীদের মর্যাদা পাবেন। আমি শহীদের এর মেয়ে হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারব। আপনার উপর proud feel করি। আপনি সরাসরি জান্নাতে যাবেন।
জান্নাতে গেলে আমাকেও কিন্তু নিবেন সঙ্গে। জান্নাতিরা নাকি সঙ্গে করে আরো কয়েকজনকে নিতে পারে। আব্বু, আপনার এই দুষ্ট, পাজি মেয়েটাকে কিন্তু
সাথে নিয়েন। নইলে কিন্তু আমার
আর ভরসা নেই...
পরক্ষনেই আবার চিন্তা করি শহীদী মৃত্যু আমরা চাই। কিন্তু এভাবে মিথ্যা অপবাদ
কাঁধে নিয়ে মৃত্যু আমরা মানতে পারি না। আপনার সাথে জুলুম, অবিচার, অন্যায় করা হয়েছে, হচ্ছে। আপনার মত নিরপরাধ ভালো মানুষকে কসাই
বলা হচ্ছে। না এটা মানতে পারি না। আপনার এভাবে মৃত্যু আমরা চাই না। কিন্তু কিছুই করতে পারতেছি না চেয়ে চেয়ে দেখা ছাড়া।
আব্বু আপনার যদি কিছু হয়েই যায়, আমাদের মাফ করে দিবেনতো??
আপনি মাফ করলেও এভাবে বসে বসে আঙ্গুল চোষার জন্যে নিজেকে কখনো মাফ করতে পারব না"...
বিষয়: বিবিধ
১৮৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন