ছবিটি কিন্তু ৭৫ এর রাজপথের।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৯:০৯:৪১ সকাল



মুক্তি যুদ্ধের চেতনায় স্বাধীনতার কুজকাওয়াজ বন্ধ!!!! ইহা কি পরাধীনতার প্রথম পর্ব ??? জাতি কি ডুবিল?? নাকি না (নৌকা) ডুবিয়া মরিল? ভাই কেউ কি জানেন............??? এই বছর নাকি আমাদের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ক্যন্সেল করা হইছে...............কনফারম হওয়ার জন্য জানতে চাচ্ছি............মুক্তি যুদ্ধের চেতনায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ক্যন্সেল করা যায় কিনা...............কিউরিয়াছ মাইন্ড সেটা জানতে চায়............।???

তারা যা করেন তা নাকি দেশের ভালো জন্য করেন। তাদের বিশ্বাস কারন তারা মুক্তিযোদ্ধা। কিনটু আমি কই মুক্তিযুদ্ধ হেতি ও করে নি। হেতির বাপ ও করেনি...তাই বলি সৈনিক বন্ধুরা তাহলে কুজকাওয়াজ টা রাজপথে করো। ৭৫ এর মতো। তাহলে তোমার কোন মা কোন সন্তান হারাবে না। কোন বোন হারাবে না কোন ভাই। কোন পিতা হারাবে না কোন পূত্র...........প্লিজ প্লীজ প্লীজ .. জাতির ঋণ পরিশোধের এক্ষণই উত্তম সময়............

বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File