আসছে দরমুজ

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৩ নভেম্বর, ২০১৩, ১১:০৮:৫৫ সকাল



মামুরা খালি খারায়া খারায়া দেখব মাগার কিছুই করার থাকব না। আর বাড়াবাড়ি করলেই গেচাং । দেশের ৯০ ভাগ মানুষের দাবি উপেক্ষা করে ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ওই দিন থেকে দেশ অচলের কর্মসূচি দেবে ১৮ দলীয় জোট ।

‪#‎কর্মসূচীতে‬ যা যা থাকবেঃ-

০ হরতাল, অবরোধ, গণকার্ফ্যু(ইহা নতুন শুনলাম, কাহিনী জানি না ), অসহযোগ আন্দোলনসহ নির্বাচন প্রতিহতের সব ধরনের কর্মসূচি ।

০ টেকনাফ থেকে তেঁতুলিয়া রুপসা থেকে পাটুরিয়ার ৩৮ হাজার ভোট কেন্দ্রে জনগণকে নিয়ে পাহারা বসাবে বিএনপি ।...

০ জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের ‘দালাল’ ঘোষণা দিয়ে তাদের ‘শায়েস্তা’ করতে জনগণের প্রতি আহবান জানানো হবে ।

০ পাতানো নির্বাচন প্রতিহত এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে দেশ অচলের কর্মসূচি নেয়া হবে ।

ইনশাআল্লাহ্‌

‪#‎প্রস্তুতিঃ‬-

০ ছাত্রদল, যুবদল, ছাত্রশিবিরসহ ১৮ দলীয় জোটের ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের সমন্বয়ে এই ‘প্রতিহত’ মিশন গঠন করা হচ্ছে ।

০ একই সঙ্গে প্রতিটি ভোট কেন্দ্রের আশপাশের সাধারণ মানুষকে ‘নির্বাচন প্রতিহত’ কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে ।

প্রতিক্রিয়াঃ-

০ বিরোধী দলের এ প্রস্তুতি দেখা এবং তৃণমূল পর্যায়ের নেতকার্মীদের মনোভাব বুঝতে পেরে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ।

০ বিশেষ করে যারা মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন তারা চরম আতঙ্কে পড়ে গেছেন ।

০ যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র ক্রয় করেছেন তাদের অনেকেই আন্দোলনরত দলগুলোর প্রতিহতের পাশাপাশি ‪#‎দলের‬ প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী সমর্থকদের রোষানলে পড়ার আশঙ্কা করছেন ।

কয়েকজন ‪#‎সম্ভাব্য‬ প্রার্থী জানান,

০ তারা নিরাপত্তাহীনতার আশঙ্কা করছেন ।

০ দলীয় মনোনয়ন পেলেও ভোটের জন্য নির্বাচনী প্রচারণা করতে পারবেন কিনা সে নিয়ে সন্দিহান ।

জাতীয় ‪#‎পার্টির‬ মনোনয়ন কিনেছেন এমন দু’জন নেতা জানান,

০ তারা অনিচ্ছা সত্ত্বেও মনোনয়ন পত্র কিনেছেন ।

০ নির্বাচনের সময় তাদের এলাকায় যাওয়ার পরিবেশ নেই ।

০ তবে তারা জানান, নির্বাচনী পরিবেশ না থাকলে এরশাদ নির্বাচন থেকে সরেও যেতে পারেন ।

// যদিও আমার ভাবনায় জাপা গুরুত্বহীন সব সময়, তবে জাপা আগেভাগে যার সাথে গাটছাট বাঁধে তার পুরান শত্রুর দরকার হয় না

<<<<---নতুন যা ---- জানালাম তা //----- পুরানো কথা ---- জানা কথা ----->>>>

প্রলোভন দেয়া হয়েছে এবং দেয়া হচ্ছে এখনোঃ-

০ ১৮ দলীয় জোটের শরীক দলগুলোর নেতাদের ভাগিয়ে এনে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার টোপ দেয়া হচ্ছে ।

মিশন ব্যর্থ এখন পর্যন্তঃ-

০ অর্থের লোভ দেখিয়ে এবং এমপি করার নিশ্চয়তা দিয়ে নির্বাচনে আনার চেষ্টা চলছে ।

০ দলীয় নেতা ড. হাছান মাহমুদ, ওবায়দুল কাদেরসহ কয়েকজন নেতাদের পাশাপাশি এসব কাজে ব্যবহার করা হচ্ছে গোয়েন্দা সংস্থাকে ।

লীগের ‪#‎অফার‬ ফিরিয়ে দিয়েছেন যারাঃ-

বিএনপির সংস্কারবাদী হিসেবে পরিচিতদের কয়েকজনসহ সাদেক হোসেন খোকা, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, মাওলানা ইসহাকসহ কয়েকজনকে প্রলোভন দেখানো হয় নির্বাচনে অংশগ্রহণের জন্য ।

‪#‎মন্ত্রিত্ব‬ ফিরিয়ে দিয়েছেনঃ-

এলডিপির কর্নেল অলি আহমেদ বীরবিক্রম এবং বিজেপির ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ ।



বিস্তারিত, ইনকিলাম ২৩শে নভেম্বর'১৩

বিষয়: বিবিধ

১৬০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File