কবর স্থানে র্যাব পুলিশের পাহারা চাই।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৬ নভেম্বর, ২০১৩, ১১:১৩:৩৬ সকাল
আওয়ামীলীগের বিরুদ্ধে আজ বাংলাদেশ এক হয়ে গেছে, বাকশালি অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে পুরা বাংলাদেশ রুখে দাঁড়াতে প্রস্তুত হয়েছে। শুধু কি তাই... কবর থেকে পর্যন্ত মৃত ব্যক্তিরা প্ল্যানচেটে উঠে এসে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন ।শুধু কি তাই... মৃত ব্যক্তিরা এ সময় যানবাহনসহ বাসাবাড়িতেও ভাঙচুর করেন!!!!!!!!!!!!
তাই এই সব মৃত ব্যক্তির বিরুদ্ধে আবাল পুলিশ লীগ মামলা মোকাদ্দমা শুরু করে দিয়েছেন।
অতএব সরকারের কাছে ঝোড় দাবী বাংলার সকল কবর স্থানে র্যাব পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরী করে মৃত ব্যক্তির বিস্ফোরণ টেকানো হোক। নতুবা এরা ভূত থেকে ভূ-তে এসে অবৈধ হাসিনা সরকারকে নাস্তা নাবোদ করে দিবে। (যত গুলো নিরাপরাধ মানুষকে হাসিনা সরকার গণহত্যা চালিয়ে হত্যা করেছে এতে এরা মৃত ব্যক্তিদের ভয় পেতেই পারে)
বিষয়: বিবিধ
১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন