আই ডোন্ট লাইক জামায়াত এন্ড শিবির .

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৯ নভেম্বর, ২০১৩, ১০:৩৯:২৬ সকাল



শালা অধমের গোষ্টী - চাঁদাবাজি পারে না, টেন্ডার বাজি পারেনা, ঘুষ

খাইতে পারেনা, দুর্নীতি করতে পারেনা, খুন করতে পারেনা, গুম

করতে পারেনা। পারেনা ইভটিজিং করতে। . . . . শালারা পারেটা কি????

মদ খাইতে পারেনা, বিড়ি খাইতে পারেনা, গাজা খাইতে পারেনা, ডাল

খাইতে পারেনা, পেনসিডেল খাইতে পারেনা, পারেনা ইয়াবার মত ছোট্ট

এক টবলেট গিলতে। শালারা পারে টা কি ?????? রাস্তায় দাড়িয়ে এক

টা মেয়ে পটাইতে পারেনা, পারেনা রেষ্টুরেন্টে আড্ডা দিতে,

পারেনা সুন্দুরি মেয়ের হাতটি ধরে রাস্তায় হাটার মত সহজ কাজটি কর

তে।

সেই জন্যেই তো বলি, শালার জামায়াত শিবির "আই ডোন্ট লাইক ইউ"

বাংলাদেশের ৩টি রাজনৈতিক ছাত্রসংস্থার বৈশিষ্ট্য নিয়ে ধারাবাহিক বর্ণনা : <আজকে ৮টি বৈশিষ্ট্যের উল্লেখ >

(১ম পর্ব)

¤ছাত্রলীগ : ১। এরা চেতনায় মুক্তিযোদ্ধা।

২। এরা শিক্ষিত হতে পারে আবার মূর্খও হতে পারে।

৩। এরা কোরআন পড়েনা। পড়লেও সেটা ৭% এর নিচে।

৪। এরা নামাজ পড়েনা। পড়লেও ১৩% এর কম ।

৫। এরা স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদের ইভটিজিং করে। আর এই হার শতকরা ৯৩ এর বেশি।

৬। এদের নামে ধর্ষনের মামলা available আছে ।

৭। এদের মধ্যে ২৭% হিন্দু ও অন্যান্য ধর্মের। এবং ৬০% নাস্তিক।

৮। এদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

¤ছাত্রদল :-

১। এরা চেতনায় না মুক্তিযোদ্ধা না রাজাকার।

২। এরা শিক্ষিত হতে পারে আবার মূর্খও হতে পারে।

৩। এরা কোরআন খুব বেশি না পড়লে ও কোরআনের অসন্মান করেনা ।

৪। এরা নামাজ পড়ে। তবে পারচেনটেজ ৫৩ এর মতো।

৫। এরা স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদের ইভটিজিং করে। আর এই হার শতকরা ২০ এর কম।

৬। এদের নামে ধর্ষনের মামলা available না থাকলেও মোটামুটি আছে।

৭।এদের মধ্যে ৭% হিন্দু ও অন্যান্য ধর্মের। নাস্তিক খুব কম ।

৮। এরা জাতির পিতার নাম এরা জোরেশোরে উচ্চারণ না করলেও মনে মনে বলে জিয়া।

¤ছাত্রশিবির :-

১। এরা চেতনায় রাজাকার।

২। এরা ১০০% শিক্ষিত ।

৩। এরা প্রায় প্রতিদিনই কোরআন পড়ে ।

৪। এরা নামাজ পড়ে। এবং পারচেনটেজ ১০০%।

৫। মেয়েদের ইভটিজিং করার জন্য এদের কখনোই স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাবেনা।

৬। বাইনোকুলার দিয়েও থানায় এদের নামে ধর্ষনের মামলা ১টাও খুঁজে পাওয়া যাবেনা ।

৭।এদের মধ্যে .০৩% হিন্দু ও অন্যান্য ধর্মের। নাস্তিক ০% ।

৮। এরা জাতির পিতা হিসেবে মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আঃ) কে মানে .

কি করতে চায় 'ডুবন্ত নৌকা'-র সওয়ারী-রা ! তাদের মতলব-টা কি?



মুখে শেখ ফরিদ... বগলে ইট - এর নাম আওয়ামীলীগ!!!!!!!!!!!!! (গ্রেফতার হওয়ার ২৫মিনিট আগে তোলা ছবি!!!)

বিষয়: বিবিধ

১৫১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File