"তোমরা যারা শাহবাগে যেতে" - বাই চেতনার ফেরিওয়াল জাফর ইকবাল
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৯ অক্টোবর, ২০১৩, ০৬:৪৩:০৪ সন্ধ্যা
গত ২৫ অক্টোবর টিভি দেখছিলাম,হঠাৎ দেখি জামাত-শিবিরের মৌলবাদীরা শাহবাগ প্রদক্ষিণ করছে আর স্লোগান দিচ্ছে।
এই দৃশ্য দেখে আমার বুখের বা'পাশটাই ব্যাথা করে উঠলো।
এ কোন দেশে আছি আমরা?মুক্তিযুদ্ধের চেতনার শক্তির বদলে মৌলবাদীরা রাজপথ দখল করে নিল!
আমার মাথা নীচু হয়ে গেল।কয়েক বছর আগে যখন বিদেশী সাইন্স ফিকশন থেকে চুরি করে একটি বই লিখে ধরা খেয়েছিলাম,সেদিনও এভাবে মাথা নীচু হয় নি।শাহবাগীরা তোমরা কোথাই?
তোমরা যারা শাহবাগে যেতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য,তাদের উদ্দেশ্যেই আজকের এই লেখা।
তোমাদের কাছে প্রশ্ন,তোমরা এখন আর শাহবাগে যাও না কেন?
তোমাদের জন্য বিরানীর হাতছানী,মিড়িয়ার কভারেজ,তরুণ-তরুণী পাশে থেকে একটু খানি ছোয়ার শিহরন,তাবুতে রাত্রিযাপন,,,এত কিছুর পরও তোমাদের শাহবাগে পাচ্ছি না।
এই ক্ষোভ নিয়ে সেদিন রাত্রির সময় গেলাম শাহবাগ আন্দোলনের নেতৃত্বে থাকা এক তরুণীর কাছে।তার ঘরে ঢ়ুকেই দেখি খুব অগোছালো একটা ঘর,জিনিসপত্র বিশৃংখল ভাবে পড়ে আছে।
জিজ্ঞাসা করলাম,'ঘর এত অগোছালো কেন?
তরুণী জবাব দিল,'ভাইয়া,আমি তো কানাড়ায় চলে যাচ্ছি।ইনফ্যাক্ট,শাহবাগ আন্দোলনের সবাই বিভিন্ন দেশে চলে যাচ্ছে।'
এই কথা শুনে আমার বুকের বা'পাশটায় আবারও ব্যাথা করে উঠলো যদিও তরুণীটি আমাকে 'ভাইয়া' বলে সম্বোধন করায় কিছু শিহরিতও হয়েছি।
আমি বললাম,'দেশকে মৌলবাদীদের হাতে রেখে তোমরা পালাচ্ছো!'
জবাবে তরুণীটি যেই কথা বললো তা শুনে আমার মাথা আবারও নীচু হয়ে গেল।
সে বললো,'ভাইয়া,আপনি নিজেই তো ৭১ সালে তরুন ছিলেন অথচ ভয়ে মুক্তিযুদ্ধ করেন নি,পালিয়ে বেড়িয়েছেন।আমরা শাহবাগীরাও দ্বিতীয় প্র্ন্জন্মের মুক্তিযুদ্ধা,আমরাও তাই আপনার আদর্শ অনুসরন করে প্রাণের ভয়ে বিদেশে পালাচ্ছি।
এখন আমি নিজেকে গুটিয়ে নিয়েছি,সামনে মৌলবাদীরা ক্ষমতায় আসবে,তার আলামত এখন থেকেই পাচ্ছি।
ঘরে জড়সড় হয়ে বসে থাকি,প্রায়শই মৌলবাদীদের স্লোগান কানে আসে,তখন বাথরুমে যাবার প্রয়োজন পড়ে।এখন তাই বাথরুম-ঘর,ঘর-বাথরুম এর মধ্যে দৌড়ের উপর আছি।
এর কারনে ঘরটাও নোংরা হয়ে গেছে,দুর্গন্ধ ছড়াচ্ছে,অসহ্য।(৫ মে হেফাজতের মৌলবাদীরা ঠিক এরকমই নোংরা করেছিল ঢ়াকাকে)
বিষয়: বিবিধ
১৫২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন