!!!!!!!!!প্রধানমন্ত্রীর বক্তব্যে মোশারফ করিমকাইন্দা হালাইছে!!!!!!!
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৯ অক্টোবর, ২০১৩, ০৮:২৯:৫৭ সকাল
প্রধানমন্ত্রীর বক্তব্য থ্রোয়িং দেখে মোশারফ করিম আবেগে কাইন্দা হালাইছে
সময় বলে দেবে এ প্রস্তাবনা কতটা আন্তরিক আর কতটা #কূটকৌশলী ! বিএনপির কতজনকে তো দেখেছি সেই কবে থেকেই কথিত মন্ত্রীসভার প্রস্তাবনা নিয়ে ভাবতে
কিন্তু আসল যে পদ অন্তর্বর্তী কালীন সরকারের #প্রধান কে থাকবেন তা নিয়ে নেত্রী কিছু বলেন নি । বলেন নি কথিত মন্ত্রীসভার সদস্য সংখ্যা কত হতে পারে ; ক'জনই বা তিনি বিরোধীদল থেকে নিতে পারবেন ।
সর্বদলীয় সরকার শুনলেই আমার কাছে শেখ হাসিনার '৯৬ সরকারের কথা মনে পরে ; মনে পরে জাপাকে নিঃশেষ করে দেয়ার সেই ঐতিহাসিক পদক্ষেপ । মঞ্জুরা সব দলেই থাকে, পাক্কা খেলোয়াড়ের ভূমিকায়
সঙ বিধানে কিচ্ছু নাই । কেমন হবে #কতজনের হবে সেই নির্বাচন কালীন সরকার । প্রধানমন্ত্রীও বললেন না সংসদ বহাল থেকে নাকি ভেঙ্গে দিয়ে হবে নির্বাচন বহাল থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড হয় না, আর ভেঙ্গে দিলে নির্বাচিত #প্রতিনিধিত্বের দাবী করা যায় না
ভালো তো সব কিছু যদি ভালোয় ভালো হয়ে যায় । কিন্তু একমুখে যেই ১/১১র সরকারের সময়ের দুর্বিষহ অবস্থার বয়ান চলে, অন্যপাশে যখন দেখি তাদের বিচার চায় না বরং পুরস্কৃত করা হয় তখন বিনোদিত হওয়া ছাড়া কিছুই করার থাকে না ।
প্রধানমন্ত্রীর আজকের বক্তৃতাটা অন্যসব দিনের চেয়ে মার্জিত ছিল । কারণ তিনি হয়ত মুখস্ত করে এসেছেন । তবে যিনিই লেখে দিয়ে থাকেন না কেন, ৫ই মে'১৩ প্রসঙ্গটা যদি উহ্য রাখতেন তাহলেই বরং লীগের জন্য ভালো হত । আর যাই হোক কাঁটা ঘায়ে #নুনের ছিটা দিয়ে মানুষকে হাসানো যায় না ।
(আশিক)
বিষয়: বিবিধ
৫৬৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন