বেওয়ারিশ এম পি রনির আত্মউপলব্ধি।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৭ অক্টোবর, ২০১৩, ১০:১৭:৪৯ সকাল
এমপি রনি নানান কারণে অকারণে আলোচিত এবং সমালোচিত ; নন্দিত এবং নিন্দিত
তা যাই হোক । তিনি তার দুঃখ শোকের কথা লিখিত আকারে ধারাবাহিক ভাবে লিখে যাচ্ছেন । সেসব লেখা নিয়ে বিভিন্ন রকম কথা থাকতে পারে । তবে আজ তার যে লেখাটি প্রকাশিত/পরিবেশিত হয়েছে, তা পড়ে দ্বিধাহীন ভাবে বলতে পারি,
#নিঃসঙ্গ অবস্থায় অবশ্যই শেখ হাসিনাকে এই কথাগুলো ভাবাবে । তা এমপি রনির লেখা পড়েই হোক আর আত্ম উপলব্ধি থেকেই হোক ।। জানিনা খালেদা জিয়াও কখনো এ নিয়ে ভাবনার সুযোগ পেয়েছিলেন কিনা/ভেবেছিলেন কিনা ।। অবশ্যই খালেদা জিয়ারও একই ভাবনা আসার কথা ছিল, কারণ ক্ষমতায় থেকেই সেই ঐতিহাসিক দল ভাঙ্গা দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েও কেবল মাত্র দলীয় আদর্শ না জানা/জানা আদর্শ বাস্তবায়ন করতে না পারা থেকেই কিন্তু ছিল সেই একযোগে এমপিদের পদত্যাগের কাহিনী । ষড়যন্ত্র যাই থাকুক, মূল সমস্যা যে দলের মধ্যে গণতন্ত্র #না থাকা এটাই হল কথা !
তবে এসব উপলব্ধির শর্ত একটাই দাম্ভিক ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে নিঃসঙ্গতা । একাকীত্বে বসবাস
বিএনপি এবং আওয়ামীলীগে গঠনগত একটা পার্থক্য আছে । আর তাই হয়ত দলচ্যুতরা বিএনপিকে যতটা বেকায়দায় ফেলতে পারে, আওয়ামীলীগের জন্য ততটা সমস্যা নয় ।। তাই চরম অসন্তোষ নিয়েও বর্তমান সরকারীদলের সিনিয়ার জুনিয়র মিলিয়ে বিরাট একটা অংশ দল এবং সংসদ থেকে পদত্যাগ করেনি ; কিন্তু বিএনপির হলে কিন্তু বহু আগেই আত্মঘাতী গদি নাড়ানাড়ি হয়ে যেত
তবে যাই বলি না কেন, রাজনৈতিক নেতা/নেত্রীদের #আত্মউপলব্ধির জন্যই হোক আর #আরও সুন্দর ভাবে দল পরিচালনার জন্যই হোক আজকের লেখাটা অবশ্য পাঠ্য হওয়া উচিৎ ।। হোক লেখাটা কোন একটি দলকে উদ্দেশ্য করে লেখা । হোক না সেটা সেই দলের ক্ষেত্রে সত্য অথবা মিথ্যা ।
আরেকটা কথা নিজ দলের ভিতর বন্ধুপ্রতিম/শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষীর অভাব প্রসঙ্গে তিনি যা লিখেছেন তা অমূলক নয় বরং স্বাভাবিক ! আদর্শিক নয়, ব্যক্তিস্বার্থ কেন্দ্রিক দল/সংঘের অন্তর্ভুক্ত ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ক কি এর থেকে ভিন্ন হওয়ার কথা ??? মোটেই নয় ।
যারা এমপি রনির লেখাটা পড়েছেন তারা হয়ত একমত হবেন আমার সাথে । আর যারা পড়েন নি, কিন্তু পড়তে চাচ্ছেন তাদের জন্য http://www.bd-pratidin.com/2013/10/06/20294
বিষয়: বিবিধ
১৬১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন