সাকার অমৃত বচন???

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০২ অক্টোবর, ২০১৩, ০৪:২৯:২৮ বিকাল



এই বিচার নামের প্রহসনের সাথে সংশ্লিষ্টদের বিচার অবশ্যই হতে হবে কারণ তারা বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের কারিগর

এরা তো সবাই নাট্যকার। এদের ও বিচার হবে এই বাংলায়।

সাকা কাকাকে ফাঁসি দেয়া ঠিক হবে না। চৌর্যনীতির খটখটে পোড়োজমিতে 'রাবিশ'রা গোল পাকায়, ধোঁয়া ওড়ায় আর লুটে খায়, জনগণকে কেউ কিছু দেয় না। এই খাঁ খাঁ ঔষর্যে কেবল সাকা কাকাই মাঝেমধ্যে দেশময় রসসিঞ্চন করেন। কাকাকে ফাঁসিয়ে গোষ্ঠীসুদ্ধ বাঙালি কাঠ হয়ে মরতে চায় কেন?

দেশের পত্রিকা পড়ি না, মিডিয়ার খবর রাখি না ৷ সময় সময় ফেইসবুক-এ ঢু মেরে দেখি লোকজনের হুক্কাহুয়া কেমন ৷ বলতে হয়, মন্দ লাগে না, ব্যাপক বিনোদন ৷ চা বিস্কুট খেতে খেতে দেখলাম সালাউদ্দিন কাদের চৌধুরী, লোকে যাকে আদর করে সাকা ডাকে, ওটা যতটা না আদর কিংবা ঘৃনা থেকে ডাকা তার চেয়ে নিজেরা একটি লোকের কথা-চিন্তা-অর্থ-শ্লেষ ইত্যাদির সাথে পেরে উঠতে না পেরে যে আত্ম শ্লাঘায় ভুগে তারই বহিঃপ্রকাশ ঘটায় অমন করে ডেকে কিংবা কোনভাবে বক্রোক্তি করে ৷ যদিও লোকজন তার নিজের চেহারাটুকু অমন করে দেখতে পায় না ৷ মজার ব্যাপার হলো, একটি লোক একাই একশো, তার নিজের পক্ষে বলার দল নেই, ব্যক্তি নেই, মিডিয়া নেই কিন্তু বিশাল সংখ্যক মানুষ একসাথে হয়ে বিশাল কয়েকটি শক্তি মিলিত হয়ে সামান্য একটি লোকের বিরুদ্ধে নামতে হয়, বলতে হয়, পুরো ব্যাপারটাই রীতিমত বিনোদন তৈরী করে ৷ এমনিতেই লোকটির মুখ খারাপ, রসের হাড়িতে শ্লেষ বিদ্রুপের অভাব নেই তার, এতে দ্বিমত নেই ৷ কিন্তু তার চেয়ে বিনোদন এটা যে, একটা লোক হামিলনের বাঁশি ওয়ালার মত একাই শত শত লোককে বানর নাচ নাচায় ৷ এই শেয়াল পন্ডিতের দেশে এমন সাহসী মানুষ যথেষ্ট বিরল ৷ অপরাধ কিংবা বিচারের ভাঁড় নাটক যাই হোক, একটি গরিলা টাইপ লোক বনাম হাজার হাজার বানরের নৃত্য দেখা সততই বিরল ৷

বাংলাদেশের কোর্ট কতৃক ফাসি এখন বাংলালিংক দামে পাওয়া যাচ্ছে

কার কার লাগবে ফ্রী নিতে পারবেন।

অবৈধ ট্রাইবুনাল এতই পিওর যে

ফাসি এখন শিওর..................।।

হাসবো না কাঁদবো বুঝতেন পারছিনা। সকল বুকারদের কে যে কি দিয়ে ধন্যবাদ দিব এরকম একটা জোকিং দিন উপহার দেওয়ার জন্য।

সকল কৃতজ্ঞতা goes to ক্যাঙ্গারূ ট্রাইব্যুনাল।

secondly সকল কৃতজ্ঞতা goes to বাংলাদেশ নুনুবিহীন দল(BNP).

সাকা চৌধুরীর সেই সব বিখ্যাত/কুখ্যাত বচনামা

স্যালুট বাঘের বাচ্চা স্যালুট তোমায় !!

★ তিনি একবার সংসদে বলেন মাননীয় স্পীকার দেশে আজব এক্কান মেশিন আইছে...

তখন স্পীকার কৌতহুল বশত জিজ্ঞাসা করলেন কিসেই আজব মেশিন

"মাননীয় স্পিকার সেই মেশিনের নাম আওয়ামিলীগ যার একদিকে যুদ্ধপরাধী ইনপুট

দিলে আরেকদিকে মুক্তিযোদ্ধা বাহির হইয়া অসে..."

★ "আমার নাম যদি সাকা চৌধুরী হয়, তাহলে আজ থেকে শেখ মুজিবুর

রহমানের নাম শেমু রহমান।"!

★ চট্টগ্রাম এ এক সমাবেশে তৎকালীন

আওয়ামী সরকারের সবকিছুতেই

বঙ্গবন্ধুর স্বপ্ন খুজে পাওয়াকে কটাক্ষ

করে সাকা বলেন "বঙ্গবন্ধু এত

বেশি স্বপ্ন দেখতেন যে মনে হয় উনার

স্বপ্নদোষ (!!!) আছিল"

★ শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের

দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড

মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছেন

এমন অপবাদ দেওয়ায় সাকা বলেন

"আমি গ্রেনেড মারলে সেটাতো মিস

হত না"

★ প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে তার

ঘনিষ্ট যোগাযোগের কথা উল্লেখ

করে তিনি বলেন "ছাত্রজীবনে শেখ

মুজিব আমার বাবার শিষ্য ছিলেন"

★ তারেকের কর্মকান্ডে খালেদার নিরব

সমর্থনে ব্যাপারে সাকা " আগে কুকুর

লেজ নাড়াত, এখন লেজ কুকুরকে নাড়ায়"

★ আমার নাম সালাউদ্দিন কাদের

চৌধুরি থেকে যদি সাকা চৌধুরি হতে

পারে তাহলে আমিও

বলতে পারি Bangladesh

Awami league থেকে বাল (Bal)

★ আওয়ামী লীগের একটি মহল

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাকে উস্কে দিচ্ছে অভিযোগ

করে তিনি বলেন "ওই

মহলটি জানে না যে তারা যে বিলের

মাছ আমি সালাউদ্দিন ওই বিলের

বক"

★ যুদ্ধপরাধীদের বিচার

সম্পর্কে সাকা চৌধুরী

"মাঠে যারা ফাউল করেছে তাদের বিচার

হচ্ছে না...গ্যালারিতে বসে যে হাততালি দিয়েছে

তাদের বিচার নিয়ে বাড়াবাড়ি হচ্ছে"

★ নারী নির্যাতন বিষয়ে কামরুলের

একটি বক্তব্যের জবাবে সাকা বলেন,"

তিনি কেরানীগজ্ঞের একজন প্রমোধ

বালক, এটা কি আমি কখনও বলেছি?"

★ আইন মন্ত্রী কে লক্ষ্য করে বলেছেন

নতুন নতুন অর্বাচিনরা আমাকে আদব

শেখায়

★ সুশীল আবার কি? সু মানে সুন্দর আর

শীল মানে নাপিত, তাহলে সুশীল

মানে সুন্দর নাপিত ৷

★ হাসিনাকে উদ্দেশ্য করে বলা---

আংগুল দেখাবেন না, ওই আংগুল এ রিং পরানোর কথা

★ সংসদে সাকা এক পর্যায়ে বলেছিলেন, "মাননীয়

স্পিকার,আমিতো চোদনা হয়ে গেলাম।" স্পিকার এমন অশ্লিল কথা না বলার অনুরোধ করলে সে জবাব দেয়,

"আমি আবারও চোদনা হয়ে গেলাম।

###এবার যদি যুদ্ধ বাধাস

বলবো আল্লাহর কসম

এমন জোরে আছাড় দিমু

বাকশালীরা খতম।।

বিষয়: বিবিধ

৩৪৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File