আসুন না একটু উদ্যোগী হই।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৩২:৪৩ সকাল

ঘটনার শুরু যেভাবে…

মাদ্রাসাগুলোতে বাচ্চারা খুব ঠাসাঠাসি করে থাকে।



This is how they sleep

প্রচন্ড গরমে বাতাসের একটু ব্যবস্থাও নেই। এমনকি একটু চাটাইও নেই তপ্ত টিনের নীচে। ২৪ ঘন্টা কাটে এরই মধ্যে।



Its Hot here

হয়ত মাসজিদে একটু আলো জ্বলে সৌরবিদ্যুতের, কিন্তু সন্ধ্যা হলেই পড়াশোনা বন্ধ বেশিভাগ মাদ্রাসাতে।



After prayer

আমরা চিন্তা করলাম যদি দশটি মাদ্রাসার সবগুলোতে সৌর বিদ্যুতের প্যানেল লাগিয়ে দেওয়া যায় তবে কেমন হয়?



Solar Panel

কাজটা খুব সহজ নয় কারণ গ্রামের বেশিভাগ মানুষই দরিদ্রসীমার নীচে বাস করে। হয় কৃষিকাজ নয়ত পশুপালন। টাকাপয়সার ব্যবস্থা করতে হবে আমাদেরকেই।



Cattle rearing

সমস্যা শুধু যে আর্থিক তা নয়, অনেক মাদ্রাসাগুলোরই অবস্থান চরাঞ্চলে।



Chor

মূলত দুই জন মানুষ – আনাস সাঈদ এবং আহমেদ মারুফের উদ্যোগে শুরু হলো পথ চলা। প্রথমে মাদ্রাসাগুলোতে গ্রাউন্ড সার্ভের কাজ করল তারা। কাজ শেষে একটা হিসেব পেলাম কত টাকা লাগতে পারে। এর পরে টাকা তোলা। এক মাসের মধ্যে আল্লাহ সে টাকার ব্যবস্থাও করে দিলেন। বিভিন্ন জায়গায় দাম-দর করা হলো–কোথায় কম দামে টেকসই জিনিস পাওয়া যায়। কে বেশি ভোল্টের ব্যাটারি দেবে, কার বিক্রয়োত্তর সেবা কেমন। শেষমেশ ঠিক হলো গ্রামীণ শক্তিই ভরসা।



Panel Details

সবকিছু গুছিয়ে এক সপ্তাহের অভিযানে চলল আহমেদ মারুফ আর নূর।



Crossing river

কাজ শুরু হলো গায়ে খেটে।



Ahmed Maruf assembling

আলো! আলো!!



Stored Nur by Nur

ঘরে বাইরে পড়া যাচ্ছে সে আলোতে। নিভু নিভু কুপি বাতি নয় সূর্যের ধরে রাখা আলো!



Light in the dark

আমতলা আসাদুল উলুম হাফেজিয়া মাদ্রাসা, লতাবর, চাপারহাট, লালমনিরহাট মাদ্রাসার ছাদে দুটো প্যানেল।



Amtola Aasadul Uloom Hafezia Madrasa, Latabor, Chaparhat, Lalmonirhat

আলো নাহয় হলো, কিন্তু গরমের কী হবে? মাদ্রাসার ছাদ ছায়া ঢাকা নয়। সোলার প্যানেলের ধরে রাখা শক্তি দিয়ে ফ্যান ঘোরানো সম্ভব না।



Panels on roof-top Trees behind

আমরা চিন্তা করলাম, মাদ্রাসার চারপাশে গাছ লাগিয়ে দিলে কেমন হয়? ঠান্ডা হাওয়া পাওয়া যাবে, ছায়া মিলবে, গাছের ফলও খাওয়া যাবে।



Darul Quran Muhammadida Madrasa

ছয়ফুট চারার ব্যবস্থা করা হলো। নিম, আম আর মেহগনি।



Trees

রাজশাহি থেকে ৪০০ আমের চারা।



6ft trees for planting

চারা বড় হবে, মাদ্রাসার শিশুরাও বেড়ে উঠবে।



Trees and kids way to grow

এভাবেই ইন শা আল্লাহ, আমরা সবগুলো জানালা খুলে দেব। শুধু সূর্যের আলো নয়, জ্ঞানের আলো দিয়ে।



বিষয়: বিবিধ

১৭৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File