কারাগারে অধ্যাপক গোলাম আযম এর ৬০০ দিন
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০১ সেপ্টেম্বর, ২০১৩, ১০:১৭:০৬ সকাল
আজ ‘প্রিজন সেল’ এ দেখা করে এলাম বাবার সাথে। জীবন্ত কিংবদন্তী, বিরল এক ব্যক্তিত্ব আমার বাবা, অধ্যাপক গোলাম আযম। আগামীকাল উনার কারাবাসের ৬০০ দিন পূর্ণ হবে! এটাই উনার জীবনের দীর্ঘতম কারাবাস। এর আগে ১৯৯২-৯৩ সালে নাগরিকত্ব মামলায় ১৬ মাস জেলে ছিলেন। সুপ্রীম কোর্টের সর্বসম্মত রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে নাগরিকত্ব পূনঃবহাল সহ সসম্মানে মুক্তি পান। আর এবারের অভিযোগ, বিচার, এসব নিয়ে আর কি বলবো ?! আদালতের হাত তো অ-নে-ক লম্বা। কারণ, “ট্রুথ ইজ নো ডিফেন্স” (Truth is no defence) এর বাংলাদেশে আমরা বাস করি।
উনি কেমন আছেন? নতুন করে আর কি বলবো? সমস্যা যা যা ছিল আছেই - খাওয়া, ঘুম, পেট, নানান ব্যথা, ক্ষীণতর দৃষ্টি ও শ্রবণশক্তি ইত্যাদি। ৯১ বৎসর বয়সের একজন বৃদ্ধ পারিবারিক পরিবেশে যে সেবা-শশ্রƒষা-যতœ পাওয়ার কথা তার বিন্দুমাত্র নেই। অবহেলা আর অযতেœই উনার দিন কাটছে। তবে, মানসিক শক্তির কোন ঘাটতি নেই, মাশাআল্লাহ।
আপনারা অনেকেই উনাকে সালাম দিয়েছিলেন। তা পৌঁছানো হয়েছে। উনি সকলের সালামের জবাবও দিয়েছেন।
দেশের সম্ভাব্য সাংঘার্ষিক রাজনীতি নিয়ে, দেশ নিয়ে, সহকর্মীদের নিয়ে চিন্তিত। দেশের ও সকলের মঙ্গলের জন্য দোআ করছেন।
আপনাদের কাছে উনার জন্য দোআ চাই :
(১) সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূর।
(২) যথাশীঘ্র সম্মানজনকভাবে মুক্তির।
Abdullahil Amaan Azmi
বিষয়: বিবিধ
২৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন