আসুন সবাই মিলে বাকশালীদের রুখি।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১২ আগস্ট, ২০১৩, ০৩:২২:০৯ দুপুর



বাংলাদেশের এই দুর্দিনে জার্মান দার্শনিক মার্টিন নায়মোলারের অনুশোচনা মূলক কথাটি শেয়ার করলাম, এবং আহবান রইল লিখাটি অনুধাবনের জন্যে যাতে তার মতো অনুশোচনা আমাদের করতে না হয়।

তিনি নাৎসিবাদের বিপক্ষে ছিলেন কিন্তু সক্রিয় ভূমিকা না নিয়ে নিস্ক্রিয় ছিলেন। তাই বলে রক্ষা পাননি তিনি। এক সময় নাৎসিরা তাকে গ্রেফতার করে ‘কনসেনট্রেশন ক্যাম্পে’ নিয়ে যায়। হিটলার ও নাৎসিবাদের অবসান পর্যন্ত তিনি সেখানে আটক ছিলেন। পরবর্তীকালে অনুশোচনা করে তিনি লিখেছিলেন :

‘প্রথমে ওরা কমিউনিস্টদের ধরতে এলো আমি কিছু বলিনি¬ কেননা আমি কমিউনিস্ট ছিলাম না; তারপর তারা এলো সমাজতন্ত্রীদের ধরতে, আমি প্রতিবাদ করিনি¬ কেননা আমি সমাজতন্ত্রী ছিলাম না; তারপর তারা এলো ট্রেড ইউনিয়নিস্টদের ধরতে, আমি কিছু বলিনি¬ কেননা আমি ট্রেড ইউনিয়নিস্ট ছিলাম না; তারা তারপর এলো ইহুদিদের ধরতে এবারো আমি প্রতিবাদ করিনি¬ কেননা আমি ইহুদি ছিলাম না; তারপর তারা আমাকেই ধরতে এলো তখন আর আমার হয়ে প্রতিবাদ করার মতো কেউ অবশিষ্ট ছিল না।’

আজও দেখা যাচ্ছে একে একে দেশ প্রেমিক সকলকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করছে, এর প্রতিরোধ যদি আমরা করতে না পারি তাহলে এক সময় দেখব পুরো বাংলাদেশই কারাগারে পরিনত হয়েছে। তখন আর প্রতিবাদ করারও কেউ থাকবেনা কিংবা ঘর থেকে বের হবারও কোন জায়গা হবেনা।

তাই আহবান জানাচ্ছি দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে দল মত নির্বিশেষে সবাই কে এক কাতারে এসে বাকশালীদের রুখে দিতে।

বিষয়: বিবিধ

১৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File