জামায়াতকে নিষিদ্ধ তো আগেও করা হয়ছে, তারা কি হারিয়ে গেছে ?
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৪ জুলাই, ২০১৩, ১২:২৬:৫৪ দুপুর
জামায়াতকে নিষিদ্ধ তো আগেও করা হয়ছে, তারা কি হারিয়ে গেছে ? শুধু জামায়াত কেন অন্যদল গুলোও তো প্রকাশ্য রাজনীতিতে এসছে, কিন্তু তাদের কেউ টিকে আছে কি ?
বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নয়, ক্ষমতার মসনদে চিরস্থায়ী থাকার জন্য । যা তার ব্যক্তি চরিত্রের সাথে মানায় না (মানুষ যে বঙ্গবন্ধুকে ভালোবাসতো তার সাথে মানানসই ছিল না) !
হাজার হাজার জাসদ নেতাকর্মীকে রক্ষীবাহিনী দিয়ে খুন করা হয়েছে, জাসদ আজ মিউজিম মুখী । কিন্তু কেন ? এটা কেবল রক্তের সাথে বেঈমানির ফল !
দুই টার্ম ক্ষমতায় থেকেও যারা জানাতে পারে না, কি আওয়ামীলীগের নীতি আদর্শ ? কিইবা বঙ্গবন্ধুর আদর্শ ? তারা ক্ষনে ক্ষনে মুক্তিযুদ্ধের চেতনা বলে চিৎকার করলেই মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক হয়ে যাবে না ।
আদর্শের মোকাবেলা আদর্শ দিয়েই করতে হবে, নিষিদ্ধ করে তা করা যাবে না ! জামায়াতকে নিষিদ্ধ করলেও তাদের লাভ আবার যেমন আছে তেমন থাকলেও জামায়াতেরই লাভ । দেশে যে ধারার রাজনীতি বর্তমান তাতে একমাত্র জামায়াতেই অন্যদের বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে । অন্যকোন দল বা আদর্শ জামায়াতকে বিলীন করে দিতে পারবে না !
জামায়াত নিষিদ্ধ করলে জামায়াতে নতুনত্ব আসবে,
যা হয়ত তাদের চলার পথ আরো গতিময় করবে ! আর বর্তমান অবস্থা চলতে দিলেও তাদের জনপ্রিয়তা কমবে না । একবার ভেবে দেখুন একটা দলের ১ম সারির ডজন খানেক নেতা জেলে, মাঝের সারির কয়েক ডজন আর কর্মী সমর্থক অগুনিত তবুও বর্তমানে সবচেয়ে গতিশীল সংগঠন জামায়াত ইসলামী বাংলাদেশ ! এটা ভাবা যায় ???
কিন্তু কেন আর কি করেই বা পারছে ???
মুক্তিযুদ্ধে তাদের অজানা ভূমিকা ? না !
সহজ জবাব তারা একটা আদর্শ লালন করে ! অগুনিত ধর্মভীরু কিংবা ধর্ম অবিশ্বাসী সেটা বিশ্বাস করে !
আর নিরপেক্ষ/অনিরপেক্ষ, ধর্ম বিশ্বাসী/অবিশ্বাসী প্রায় প্রতিটা পরিবারেই দু'এক খন্ড ধূলা মলিন আবৃত্ত কিংবা নিত্য পঠনে উজ্জল আলোক গ্রন্থ রয়েছে । যা সেই মহান স্রষ্টার ঐশী বানী !
বাস্তবতার আলোকে বলছি আওয়ামীলীগের এই মুহূর্তের বড় প্রতিপক্ষ তারা নিজেরাই !
নিজেদের প্রতি অবিশ্বাসই তাদের এই অবস্থায় নিয়ে এসেছে । তারা এখন কোন খাঁটি লীগারকেও বিশ্বাস করতে পারে না । তাদের একমাত্র ভরসা ভিন্ন ধর্মাবলম্বী আর সিল মারা অবিশ্বাসীরা, যা জন্ম থেকে লীগ করে আসারাও সহজ ভাবে নিতে পারছে না ! একটা দল ক্ষমতায় না থাকলে হারিয়ে যায় না, যদি দলের মধ্যে ক্ষোভ-হতাশা-বঞ্চনার দাগ প্রকট হয়ে না ওঠে !
ক্ষমতার লোভে অন্ধ নীতিহীন পথ চলা সামনের দিনে এদের অবস্থান নিশ্চিত করে দিচ্ছে ইতিহাসের আস্তাকুরে ! — with Nourin Sultana and 6 others at জামায়াতকে নিষিদ্ধ করে নিজেদের অন্ধকার ঢাকা যাবে না, যাবে না তাদের পথ রুদ্ধ করাও.
আল্লাহ যদি কাউকে টিকিয়ে রাখেন তাকে ফেলে দেয় এমন কেউ নেই
আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতি ছাড়া সুস্থ রাজনীতি বিশ্বাস করে না, অন্য দলকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করলে দেশ শান্তি হয়ে যায়।
জামায়াতের জন্য নিষিদ্ধ হওয়াটা হয়ত এখন কিছুটা জরুরীও। তাহলে জামায়াত যতটা বিস্তৃতি পেয়েছে তাকে আরো গুছিয়ে নেয়ার সুযোগ পাবে। তবে জামায়াতের পরবর্তী আত্মপ্রকাশ হয়ত বর্তমানের বড় দলগূলোর জন্য শুভ হবে না।
কাউকে মারার আগে নিজের দিকে একটু চেয়ে দেখা দরকার? কারণ আমি কতটুকু আর ও কতটুকু আমি তাঁর সাথে পারবো? তাই জামায়াত এমন ছোটা না যা কেবল বললেই নিষিদ্ধ হয়ে যাবে? সাধারণত আমরা জানি বাকশাল গঠন যে করলো? তাঁর মরার সাথেই বাকশাল ও মরে গেল? কাহিনি কি? আমরা ছোটবেলায় শুনেছি রাক্ষুসের জীবন থাকে ঔ ভোমরার মধ্যে, আর ভোমরাটা ঔ খানে যেখানে কেউ যেতে পারে না। তারপর একদিন রাজপুত্র সকল বাঁধা বিপত্তি কাটিয়ে ভোমরাকে মেরে পেলছে। এদিকে সকল রাক্ষুসের দল মারা গেল। তেমনি বাকশাল ও কি তাই? ও সরকার মনে করেছে বাকশাল এর মতো জামায়াত? যদি মনে করেন তাহলে সবই ভুল? আমি নিজে মনে করি বাআল জামায়াত কে ভালভাবেই চিনে? কারণ বাআল এই জামায়াতের সাথে একবার নির্বাচন ও আন্দোলন করেছে। তাই আমি সাবধান করেদিচ্ছি জামায়াতের দিকে হাত দিবেন না। দিলে কিন্তু আর সেই হাত ফিরিয়ে আনতে পারবেন না। কারণ জামায়াত খোদার উপরই ভরসা করে চলে।
বিষয়: বিবিধ
১৭২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন