কর্পোরেট ভালোবাসার ফসল এই শিশুটি । কি দোষ ছিল , এই শিশুটির ?

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৩ জুলাই, ২০১৩, ০১:৪০:৫১ দুপুর



কি ভয়ানক ভিভৎস দৃশ্য। ফটোগুলো দেখে শরীর শিউরে উঠে।

কর্পোরেট ভালোবাসার ফসল এই শিশুটি । কি দোষ ছিল , এই শিশুটির ? আমি প্রশ্ন করি পৃথিবী বাসীকে, ওই শিশুটির হয়ে । কেন ভালোবাসার নামে মজা নেওয়া ? কেনই বা একটি জীবনকে হত্যা ? বাহ রে বাহ ...... সত্যিই আমি আজ ধন্য আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত এর এই আচরণে । আসেন সবাই এক বার হলেও ধিক্কার জানাই , আমাদের মূল্যবান কমেন্ট এর মাদ্ধমে ।

আজকাল আমরা ভালোবাসি , আবেগ তাড়িত হই । করি শারিরিক সম্পর্ক । তার পর একদিন বলেই ফেলি , জান / জানু আমার পক্ষে আর এই রিলেশন রাখা সম্ভব না । মজা রে মজা । কত মজা । আজব এই দুনিয়া আজব তার মানুষ । ভালো খুব ভালো । আল্লাহ পাক না জানি আরও কত কি না জানি দেখাবেন , মরার আগে ।

এই সব নীতিহীন মানুষগুলোকে চপেটাঘাত মারতে ইচ্ছে করে। তবে তা বোধ হয় কম হয়ে যায়। এগুলো প্রতিরোধে সচেতনতাই প্রধান। আসুন, এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি। সামাজিক সচেতনতা বাড়াতে লেখাটি আপনার ওয়ালে শেয়ার করে প্রতিজ্ঞা করুন, অন্তত, আপনি কোন দিন এমন কোন পাপ করবেন না।

ভ্রুণহত্যা : একটি মহাপাপ 'এক মহিলা ডাক্তারের কাছে গিয়েছে abortion করতে।সাথে তার ২ বছরের ছেলে।সব শুনে ডাক্তার বললেন, এক কাজ করুন...abortion করা তো অনেক খরচ সাথে স্বাস্থ্যের জন্য ও খারাপ...আপনি গর্ভের সন্তান টা না মেরে বরং কোলের সন্তান টাকে মেরে ফেলুন...একিতো কথা..' একটি ভ্রুণ তৈরী হবার ৩৬ দিন পর স্রষ্টা এতে প্রাণ দেন।তখন এটি হত্যা করা মানে নিষ্পাপ একটা মানুষ হত্যা করা.. একটু স্বচ্ছলতা কিংবা একটি পাপ ঢাকতে আরেকটি মহাপাপ...কিন্তু একটি মহাপাপের বিনিময়ে এই সুখের নিশ্চয়তা কে দিয়েছে বলতে পারেন কি?

আমি এখন লম্বায় মাত্র ৩-৪ ইঞ্চি,

কিন্তু আমার হাত-পা সবই আছে।

আমি তোমার কথা শুনতে পাই।

তোমার কথা ভালো লাগলে আমার

হাত-পা নাড়িয়ে সাড়া দেই।

তোমার হার্ট-বিট আমার সবচেয়ে পছন্দের শব্দ।

*** দ্বিতীয় মাস ***

আম্মু .......

আজকে আমি আমার হাতের বুড়ো আঙ্গুল চুষতে শিখেছি।

তুমি যদি এখন আমাকে দেখো ,

তবে তুমি আমাকে অবশ্যই বেবি বলবে।

আমার অবশ্য এখন বাইরে যাওয়ার সময় হয়নি,

বরং এখানেই আমি উষ্ণ অনুভব করি।

*** তৃতীয় মাস ***

আম্মু ........

তুমি কি জানো যে আমি একটা ছেলে!

আমি মনে করি তুমি তা জানতে পারলে

অনেক খুশি হবে।

আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই ...

তুমি মাঝে মাঝে যখন কান্না করো,

তখন আমার খুব খারাপ লাগে।

তুমি হয়তো শুনতে পাও না ......

আমি কিন্তু সত্যিই তোমার সাথে কান্না করি।

*** চতুর্থ মাস ***

আম্মু .......

আমার মাথার চুল গজানো শুরু হয়েছে ....

ছোট্ট ছোট্ট, কিন্তু অনেক সুন্দর চুল।

আমি এখন আমার আঙ্গুল বাঁকাতে পারি,

মাথা নাড়াতে পারি, ভালোভাবে হাত-পা নাড়াতে পারি,

অনেক কিছু করতে পারি ......

*** পঞ্চম মাস ***

আম্মু ........

আজকে তুমি ডক্টরের কাছে কেন গিয়েছিলে?

ডক্টর তোমায় কি বলেছে?

ডক্টরের কথা আমি শুনতে পাই নি।

আমি তোমার কথা ছাড়া কারও কথা শুনতে পাই না।

আমি ভালো আছি আম্মু, তুমি ভালো আছো তো?

*** ষষ্ঠ মাস ***

আম্মু .....

আমি এখন অনেক ব্যাথা পাচ্ছি,

ডক্টর এখন আমার শরীরে সুচের

মতো কি যেন ঢুকিয়ে দিচ্ছে।

আমি অনেক ব্যাথা পাচ্ছি আম্মু।

প্লিজ ডক্টরকে থামাও।

আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না .....

*** সপ্তম মাস ***



আম্মু .....

আমি ভালো আছি,

আমি এখন স্বর্গের এক এন্জেলের হাতে,

এন্জেল আমাকে বললো,

তোমার নাকি এবরশন করাতে হয়েছে।

তুমি আমাকে কেন চাও নি, আম্মু ???

প্রতিটা Abortion মানে ........

একটা হৃদয়ের হৃদস্পন্দন থেমে যাওয়া,

দুটি চোখ সারা জীবনের জন্য বন্ধ হওয়া,

দুটি হাত, যা আর কোনদিন কাউকে স্পর্শ করবে না,

দুটি পা, যা আর কোনদিন দৌড়াবে না,

একটা মুখ, যা আর কোনদিন কথা বলবে না ...

নিজে কাউকে হত্যা করা আর হত্যার কাজে কোন ভাবে জড়িত থাকা হত্যাকারী হিসাবে বিবেচিত । যারা করে তারা কি এটা ভাবে না তার বোনের বেলাই তো হতে পারত , তখন কি সে মেনে নিতে পারত ?

বিষয়: বিবিধ

৫৪৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File