জানোয়ারের দেশে আর কোন ভাল কাম করুম না। আওয়ামী বর্বরতার শেষ কোথায় পর্ব-5

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২১ জুলাই, ২০১৩, ০৪:১৩:২৮ বিকাল



গত ১৯।০৭।২০১৩ ইং ।বিকাল ৩।০০ টা অভাবী দুস্ত মানুষের সারি সারি লাইন । স্হান উত্তরা ৮ নং সেক্টর সিকদারবাড়ী অফিসারস কোয়াটার মসজিদের সামনে । বিষয়ঃ ১০০০ টাকা মূল্যমানের প্রত্যেক কে (চাল ৫ কেজি, ডাল ১কেজি, চিনি- ২ কেজি,ভাল মানের খেজুর হাফ কেজি, তেল ২ লিটার ইত্যাদি) ইফতার সামগ্রী প্রদান।

বলুন তো বাংলাদেশে এর ছেয়ে বড় কোন অপরাধ আছে কিনা ? যেখানে গরীবদের সহযোগিতা করা হয় । স্বেচ্ছা শ্রমে কাজ করা হয় মহা অপরাধ। সাবধান কেও করতে যবেন না , গেলে কিন্তু জেলের ভাত খাওয়া লাগবে ।

১৮।০৭।২০১৩ সন্ধ্যা ৭।৩০ টা অপ্টিমিস্টিক রুকন ভাই তারেক , আমি , এবং আরেক জন ভাইকে (জালেমদের ভঁয়ে নাম প্রকাশ করছিনা ) ডাকলেন বললেন তুরস্ক থেকে কিছু সাহায্য এসেছে তারেক ভাইয়ের মাধ্যমে আমাদের এলাকার জন্য এগুলো কিভাবে বণ্টন করা যায় । দিতে হবে আগামীকাল ৫।০০ টার মধ্যে কারণ তুরস্কের প্রতিনিধি দল ও থাকবে তাদের কালকেই প্লাইট । বিতরণ শেষে তারা চলে যাবে। আমার দায়িত্ব প্রাপ্ত এলাকায় সবচেয়ে বেশী গরীব উত্তরা ৮ নং সেক্টর বস্তী সেখানেই মোট ৫০০ প্যাকেটের মধ্যে ২৫০ প্যাকেট ৮ নং সেক্টর বস্তীতে দেওয়ার সিদ্ধান্ত হয় । বাকী গুলো সেক্টর কল্যাণ সমিতির গার্ডদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত হয় ।

এবার কাজ করার পালা আমার জন শক্তিদের ডাক দিলাম । তাদের কাগজ আর টুকেন দিয়ে বস্তীতে পাঠিয়ে দিলাম রাত একটা পর্যন্ত তারা বস্তীতে ঘুরেগুরে গরীব অসহায়দের নাম তলিকা করলেন টুকেন দিলেন । আমি আরেক জন ভাইকে নিয়ে রাত ১।৩০ টা পর্যন্ত সেক্টর কল্যাণ সমিতির গার্ডদের মধ্যে টুকেন বণ্টন করি । ।। এবং বস্তিতে কাজের তদারকি করি ।। পরের ফজরের নামাজের পর থেকে আবার ও বস্তীতে যাই এবং টুকেন বিতরণ চলে দুপুর পর্যন্ত। অতঃপর ইফতার সামগ্রী বিতরণের সময় হলে আমাদের সেচ্ছাসেবীরা মহিলা এবং পুরুষদের আলাদা লাইনে দাঁড় করালেন । ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা নাকি ক্রিমিনাল শয়তান টেকনিক্যাল পাশ পোস্টার চাপায় ইঞ্জনিয়ার আনোয়ার নামে ।সে কুলাঙ্গার থাকে ৯ নং সেক্টরে কিন্তু ৮ নং এর বস্তীর অপরাধ জগত নিয়ন্ত্রণ নাকি তাঁর হাঁতে । সে জানোয়ার পুলিশ লীগকে খবর দিলো জামাত শিবির কর্মকাণ্ড চালাচ্ছে কুইক আসার জন্য । আমাকে একজন জানান দিল তাঁর ফোন করার বিষয়ে , তেমন গুরুত্ব দিলাম না একটু পর দেখি পুলিশ লীগ এসে হাজির । জনগণের ভঁয়ে কাওকে কিছু বলছে না ।আমরা ও আমাদের কাজে ব্যাস্ত ।তুরস্কের প্রতিনিধি দল আসল বিতরণ শুরু হল, ফটো সেশন শেষ হল । বিতরণ চলছে দ্রুত গতিতে ,মহিলাদের অগ্রাধিকার দিলাম,আর ও অগ্রাধিকার দিলাম পঙ্গু ,অন্ধ, বয়স্কদের। কিন্তু বিধি বাম খবর এল পুলিশের আরও ফোরস আসতেছে ।আমাকে এক ভাই জোর করল চলে আসার জন্য। দাড়ি ছাড়া যে কয়জন ভাই আছে তাদের রেখে বাকিদের চলে আসতে বললাম। চলে আসতে দেরী

আওয়ামীলীগ ছাত্র লীগ পুলিশ লীগ(উত্তরা পূর্ব থানা) মিলে লুটপাট করল । আমার প্রান প্রিয় দুই ভাইকে নিয়ে গেল জেলে পাঠিয়ে দিল কি অপরাধ ছিল তাদের ।তাদের একজন সরকারী কর্মচারী সে একটি দুকান ঘর বাড়া নিয়েছেন এখনও খালি , বৃস্টি হতে পারে ভেবে আমরা তাঁর দুকানটি ব্যবহার করি সেও মানুষের সেবা মনে করে আমাদের সুযোগ করে দিলেন এটাই তাঁর অপরাধ ,তাঁর নাম রফিক ,তাঁর নিকটজন বলতে কেও নেই ভাবী আর তাঁর ছেলে সন্তান কিযে অসহায় অবস্তায় কাটাচ্ছেন কল্পনা ও করা যায় না । তাঁর পরিবারে নুন আনতে পান্তা পুরায়। কিন্তু জালেমরা তাকে জেলে পুরল তাঁর প্রতিটা নিশ্বাস আওয়ামীলীগ ছাত্র লীগ পুলিশ লীগ(উত্তরা পূর্ব থানা) এর জন্য অবিসাফ হয়ে ফিরে আসুক। সে ডায়াবেটিক ও হার্ড এর রুগী আপনারা সকলে দোয়া করবেন। অপর ভাই রুহুল আমিন সে ও ডায়াবেটিক ও হার্ড এর রুগী তাঁর পরিবারকে ভঁয় দেখিয়ে উত্তরা পূর্ব থানা ওছি এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ছেড়ে দিবেন বলে । কিন্তু বিধিবাম জানোয়ার এর লোকজন থানায় রাত দুইটা পর্যন্ত ছিলেন তাই আর ছাড়লেন না ।মামলা দিলেন গাড়ী পুড়ানো সরকারি কর্তব্য কাজে বাঁধা । চালান দিলেন কোর্ট ও যতারীতি জেল হাজতে পেরন করলেন , আর উকিলরা ও হতাশ করেন না প্রতিদিন জামিনের মুলা ঝুলিয়ে আত্মীয় সজনকে নাকে রশি লাগিয়ে ঘুরাচ্চেন । আরেকজনকে ও উইদিন ধরে নিয়ে গিয়েছিলেন তাঁর নাম বাবুল সে বস্তিবাসী নো মুসলিম তাঁর অপরাধ আমাদের সাথে সে টুকেন বিলি করেছে অবশ্যয় পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই শর্তে যে"জানোয়ারের দেশে আর কোন ভাল কাম করুম না" .।.।।।

একটু আগে খবর ফেলাম (২১.০৭.২০১৩ বিকাল ৩.৪৫ ) একই অপরাধে ওয়ারদানে রেড দিয়ে আমাদের একভাই এহেসান কে তাঁর অফিস রুম থেকে পুলিশ লীগ নিয়ে গেছে । এদিকে আজকে ও জামিন না হওয়ায় রুহুল ভাবী(০১৯১৫৩৭৮৭০৬) ও রফিক ভাবী(০১৭২২২৬০৯১৯) ফোন করে কাঁদতে কাঁদতে তাদের ফোনের ব্যালেন্স শেষ হওয়াতে ফোন কেটে গেল । হে আল্লাহ্‌ জাতী হিসাবে আমদেরকে ভাল হওয়ার তফিক দাও। আওয়ামী বর্বরতা থেকে জাতীকে রক্ষা করো। আর আমার জন্য ও একটু দোয়া কইরেন ভাই ও বুনেরা যেন এই জাহেলদের হাত থেকে আল্লাহ্‌ আমাকে ও আমার পরিবারকে রক্ষা করে । অয়াল্লাহু খায়রুল হাফিজিন।

বিষয়: বিবিধ

২৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File