হয়ত মৃত্যু হবে কোন দুর্ঘঠনায় রোগে শোকে নয়তো কিংবা যন্ত্রণায়। তার চেয়ে কি ভাল নয় শহিদি মৃত্যু? হরতালের কিছু ছবি ও একটি গান পারলে সুর করে দিয়েন।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১০ জুন, ২০১৩, ১১:১২:৩০ সকাল



























মৃত্যু একদিন ছিনিয়ে নিবে

আমার রঙ্গিন পরিচয়।(২)

সেই মৃত্যু যেন হয় শহিদি মৃত্যু

এই হোক আমার পরিচয়।(২) ঐ

জীবন চলার পথে পথে

জীবন চলার বাকে বাঁকে

সংগ্রামী জীবন যেন হয়।(২)ঐ

আমি স্ প্ন দেখি শুধু শাহাদাতের

সেই স্ প্ন আমাকে জড়িত করে

আন্দোলন আর মিছিলে।(২)ঐ

মৃত্যু যখন হবে হোক তবে

নেইত কোন বাঁধা

শহিদি মৃত্যু যেন হয়।(২)ঐ

২।

আল্লাহ্‌ তুমি শাহাদাতের মৃত্যু দিও

জীবন তুমি রাঙ্গিয়ে দিও

তোমার ঐ নাজরানাতে (২)

যে মৃত্যু আলিঙ্গন করেছে

ভাই নোমানী ,ভাই আমার মালেক কে।(২)ঐ

যে মৃত্যু আলিঙ্গন করেছে

উমায়ের,খব্বাব তোমার প্রিয় হামযাকে।(২)ঐ

হয়ত মৃত্যু হবে কোন দুর্ঘঠনায়

রোগে শোকে নয়তো কিংবা যন্ত্রণায়।(২)ঐ

তার চেয়ে কি ভাল নয় শহিদি মৃত্যু

তাইতো আমি চায় শহিদি মৃত্যু যেন হয়।

মোঃ রবিউল আওয়াল

বিষয়: বিবিধ

১৯১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File