আসলে আওয়ামী লীগ কে কি বলবো , গাদ্দার নাকি বেয়াদপ ?
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৯ জুন, ২০১৩, ১১:১৮:৩০ সকাল
তারা দিন + রাত = ২৩ / ২৫ ঘণ্টা করেছিলো ।
তারা ঢাকা কে ২ ভাগ করেছিলো
তারা রাষষ্ট্রীয় ভাবে কাউকে উচ্ছেদ করেছিলো ।
তারা রাষ্ট্রীয় সন্ত্রাস কে বৈধ করেছিলো ।
গণহত্যাকে হালাল বলে প্রমান করেছিলো । আর এখন
নির্বাচন মুখী উচ্চবিলাসী এবং গতবারের দ্বিগুণ বাজেট দিয়ে তাও জায়েজ করে নিচ্ছে ।
এতো কিছু তারা করছে অথচ এতে জনগনের কোন সম্পৃক্ততা নেই কিন্তু সরকার জোর করেই যা খুশি তা বাস্তবায়ন করে যাচ্ছে ।
এই জোর করে নেয়াকে কি বলা যায় ?
গাদ্দারী নাকি বেয়াদপি ? ব্রাহ্মণ মুর্খ হয়, অথচ শূদ্রে গীতা পাঠ করে। শঠ ও প্রতারকরা উৎকৃষ্ট অন্ন ভক্ষণ করে, অথচ পণ্ডিতরা কষ্ট পায়। লোকে ন্যায়কে দণ্ডাঘাত করে, অথচ অন্যায়কে পিতৃবৎ শ্রদ্ধা করে। পথে পথে পর্যটন করে দুধ বিক্রয় করতে হয়, অথচ সুরা এক স্থানে থেকেই বিক্রয় হয়ে যায়। পতিব্রতা সতী স্ত্রীর একখানি ধুতি মিলে না, অথচ দুশ্চারিনী কামিনীরা প্রকৃষ্ট পরিচ্ছদ পরিধান করে।
আর যাই হোক, সুরন্জিত গুপ্ত যখন হেফাজতে ইসলাম নিয়া কটাক্ষ করে, তখন সিম্পলী গণতান্ত্রিক প্রক্রিয়ায় পিটাইতে ইচ্ছা করে।।। TOUGH TO TOLLERATE......কুলাঙ্গার মালাউন দপ্তর বিহীন মন্ত্রী (হিন্দু) সুরন্জীত এবার সুবহানাল্লাহ্ নিয়ে উপহাস করে জগন্য কটাক্ষ্য করল।কোথায় এখন তথা কথিত সুশীল বুদ্ধি জীবিরা?মাহমুদুর রহমান সত্য লিখে চোর ধরিয়ে দিলে হয় সাপ্রদায়ীকতা উস্কে দেয়া আর সুরন্জীত ধর্ম নিয়ে কটাক্ষ্য করলে হয় বাক স্বধীণতা?
পিটুনি খেয়ে হেফাজতীরা ‘সুবহানাল্লাহ সুবহানাল্লাহ’ বলে শাপলা ছেড়ে পালিয়ে গেছেন
সুরঞ্জিত সেনগুপ্ত
দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন