লাশ ও মৃত্যের সংখ্যা তত্ত্ব ও অনাহূত বিতর্ক:

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১০ মে, ২০১৩, ১২:০২:০১ দুপুর



বাংলাদেশের মৃত্যু আর লাশের খবর শুনতে শুনতে হূদয়টা পাষন্ড হয়ে যাচ্ছে ।আবারো অগ্নিকান্ডে ঝরে গেল মীরপুরের গার্মেন্টসের ৮ টি প্রাণ ।গতকালই টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মৃ্ত্যু বরন করেছে আমার গ্রামের প্রতিবেশী সহোদর তিন ভাই । সাভারে হাজার ছাড়িয়েছে -এখনো বেরোচ্ছে । ইতিহাসে অজানাই থেকে যাবে ৬ ই মে আলেম-ওলামাদের হত্যাযজ্ঞ আর প্রকৃত লাশের সংখ্যা ।



পলিটিশিয়ানরা এ নিয়ে পলিটিক্স করতেই থাকবে । বুদ্ধিজিবীরা বিক্রি করবে বুদ্ধি । মানবধিকারের মিজান ,সুলতানারা করবে গেও গেও । এক লীমনের মানবধিকার যারা রক্ষা করতে পারে না তাদের বলদ ছাড়া কি বলব । একটি মানুষের অস্বাভাবিক মৃত্যু হলেই উন্নত ও সভ্য সমাজে হইচই পড়ে যায় সেখানে শত শত, হাজার মৃত্যু ও লাশ দেখেও বাঙ্গালীরা কি স্বাভাবিক থাকতে পারি । এই অসহায় গরীব, সাধারণ মানুষের জীবনের কোনই মূল্য নাই । বিশ্ব পরিবেশবাদীরা পশু, পাখি কিট- পতঙ্গ আর গাছের জীবন নিয়ে বিশ্ব ব্যাপি আন্দোলন করে আর বাংলাদেশে সৃষ্টির সেরাজীব মানুষের প্রতি নুন্যতম সহানুভূতি, শ্রদ্ধা আর ভালবাসা দেখানো হয় না । ৬ ই মে ভোর রাতে লাশের সংখ্যা দশক, শতক আর হাজার নিয়ে যে বিতর্ক আমরা করছি তা অনাহূত অপ্রয়োজনীয় । ঘটনা ঘটেছে মামুষ হত্যা হয়েছে মৃত্যু বরন করেছে এটাই চরম সত্য ।



ইলিয়াস আলী সহ যেখানে অসংখ্য জীবন্ত মানুষ গুম হয়ে যায় সেখানে মৃত লাশের গুম হওয়া আমাদের সমাজে কোন বিষয় না । তবে পচে যাওয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাবস্হায় লাশের সংখ্যা তত্ব ও গুম নিয়ে যে বিতর্ক সরকার আর বিরোধী দল করে তা রাজনীতির ঘৃণ্য উপসর্গ মাত্র । একপক্ষ প্রকৃত সত্য আড়াল করার নিরলশ প্রচেষ্টা আর অন্যপক্ষ অতিরন্জিত ফুলিয়ে ফাপিয়ে মিথ্যা প্রচার । আর মাঝখানে নিরীহ সাধারণ জণগণ লাশ হয়ে পচে--- কারো সৎকার হয় কেউ থেকে যায় অজানা ।



নোবেল বিজয়ী ডঃ ইউনুছ যথার্তই বলেছেন " রাষ্ট্রীয় ব্যাবস্হায় ফাটল ধরেছে " তবে বিনির্মানের উপায় বলেননি কারন আবার গেও গেও শুরু করবে রাজনীতিবিদরা ।

নতুন প্রজন্ম যারা এখনো দেশের বাইরে যায়নি অথবা কখনো যাবার সৌভাগ্য হবে না ওরা কখনো জানবে না বিদেশীদের কাছে বাংলাদেশীদের মর্যাদা কতটুকু । নিজের দেশের একজণ প্রখ্যত বাংলাদেশী যে সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জল করেছে সেই ডঃ ইউনুছ কে প্রকৃত সন্মান দিতে যেখানে কার্পন্য করা হয় সেখানে মানবতা তো অধরাই থেকে যাবে । তাই প্রবাস থেকে ব্যর্থতার গ্লানি বুকে ধারন করে হায়দারের কন্ঠে কন্ঠ মিলাই---



কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত !

কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত !!

কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য !!!

নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ !!!!!!



বিষয়: বিবিধ

২১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File