ইসলামপন্থীদের পিছিয়ে পড়ার কারন
লিখেছেন লিখেছেন আন্ডাবাচ্চা ১৭ এপ্রিল, ২০১৩, ১১:০৯:৩০ সকাল
দোষ কাদের ? ?
ইসলামের পক্ষে মিডিয়া সল্পতা ,নিত্য প্রয়োজনীয় দ্রব্য তৈরির ক্ষেত্রে ইসলাম পন্থিদের অমনোযোগিতা ,শৌখিন জিনিস তৈরীতে অমনোযোগীতা ,রাজনীতীতে সক্রিয় হতে অমনোযোগীতা ,সর্বক্ষেত্রে আলেম দের অনুপস্থতি ।এতে দোষ কাদের ?
উত্তরঃ ইসলাম পন্থি নেতাদের ।
কেন ? কারো গোড়ামির কারনে এবং উদ্দোক্তার অভাবে ।
* ইয়ং জেনারেশনের ৬০ ভাগ সিনামা দেখে ।যেগুলো অশ্লীল ।
ইসলাম পন্থিরা তো তাদের বিপরীতে ইসলামী সিনামা তৈরি করতে পারে ! ইসলামী সিনামা হল তৈরি করতে পারে ?
* বেশির ভাগ বাড়িতে স্টার জলসার নাটক গুলো দেখা হয় ।
ইসলামপন্থিরা তো অনূরুপ ইসলামী নাটক তৈরি করতে পারে ।ওরকম চ্যানেল তৈরি করতে পারে ?
* খাতা কলম পেন্সিল থেকে শুরু করে জুস বিস্কিট .ইলেক্টনিক ,ঘড়ি ব্যাটারী সহ সকল ক্ষেত্রে ইসলামপন্থিদের অবস্থান নিতে হবে ।
* বাংলা নিউজ ইসলাম পন্থিদের বিরোধীতা করেও ৭ নাম্বারে আছে ।কারন এখানে দ্রুত আপডেট হয় ।
ইসলাম পন্থিরাও তো এমন একটা সাইট খুলতে পারে ?
* বসুন্ধরা গ্রুপের জিনিস ভালো বলে কিনতে বাধ্য হই ।
ইসলাম পন্থিরাও তো এদের মতো তৈরি করতে পারে ?
* স্যাম্পু সাবান থেকে শুরু করে কসমেটিক সামগ্রীও তো ইসলাম পন্থি রা তৈরি করতে পারে ?
না থাকায় বাধ্য হয়ে ইউনিলিভারের ব্যবহার করতে হয় ।
* ইসলামী দেশগুলোতে যোগাযোগ করে মোবাইল অপারেটর আনা যেতে পারে ।
* RFL এর বীপরীতে অন্য কোন ইসলাম পন্থি কোম্পানী দাড় করা যেতে পারে ।
* ইরানের মডেল অনুসরন করা যেতে পারে ।
সর্বোপরি প্রত্যকে ভাবতে হবে বিপ্লব শুধু রাজপথ দিয়েই হয় না ।বরং সামাজিক ভাবেই বিপ্লব তৈরি করতে হয় ।ইসলাম সর্ব আধুনিক ধর্ম ।এই ধর্ম একমাত্র সত্য ধর্ম ।এই ধর্মের সব কিছুই আধুনিক ।
আমাদের কে গোড়ামী ত্যাগ করে আধুনিকতা কে গ্রহন করে ইসলামী শরীয়া সম্মত ভাবে পাশ্চত্যের চেয়েও উন্নত হবে ।
খ্রীষ্ট্রানেরা ইন্টার নেট তৈরি করেছে বলে এটা বর্জন নয় বরং এটা গ্রহন করে এর চেয়ে লেটেস্ট কিছু তৈরি করতে হবে মুসলিম দের ।
আমরা সেদিন থেকেই পরাজিত হয়েছি ।যেদিন শেষ ইমানী চেতনার সুলতান সালাহউদ্দিন আয়ুবী ইন্তেকাল করেছিলেন ।তার পর থেকে স্তিমিত হতে থাকে আমাদের শক্তি ।প্রায় নিঃশেষ হয় যেদিন খেলাফত তুলে দেয় কামাল আতার্তুক ।
এর পিছনে সবচেয়ে বড় কারন আমরা নতুনত্ব কে গ্রহন করি নি ।
প্রিয় ভাইয়েরা ,আমার কথায় অনেকে বিভিন্ন দলের গন্ধ পেতে পারেন । আমি কোন দলকে ঘৃনা করি না ।বরং সব দলের ঐক্যে ,সব মুসলিম দেশের ঐক্য দেখতে চাই ।
আজকের সংস্কৃতিক ও আধুনিক কে যদি আমরা বর্জন করি তবে আমরা পিছিয়েই থাকবো ।
বাংলাদেশের মুসলিমদের শতকরা ৭৫ ভাগ লোক ইন্টারনেট কি তা জানে না ।
আমাদের মনে রাখতে হবে জাতিকে বাচাতে ,মুসলিম উম্মাহকে বাচাতে এখনই শক্ত হাতে বৈঠা ধরার সময় ।
আমাদের সব কিছুই আছে শুধু অভাব উদ্দোক্তার ।
মনে রাখতে হবে নহে জামায়াত নহে হেফাজত নহে চরমোনাই ।আমরা ইসলামপন্থি এটাই একমাত্র পরিচয় আমাদের ।
আল্লাহ তার দ্বীনের পথে আমাদের জীবন কবুল করুক ।আমীন ।
বিষয়: বিবিধ
২০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন