শান্তি চাই
লিখেছেন লিখেছেন wcqvm ০৯ মার্চ, ২০১৩, ১২:৫৩:৩৮ রাত
আমি একজন সাধারন জনগন। কিন্তু আমাদের এই দেশে আমাদের কোন মূল নাই। যে সরকার আসুক না কেনও তারা সধু তাদের নিতি নিয়ে পড়ে থাকে। আর আমরা, তা আর বলার কী। আমরা তো কাচের পুতুল। আমরা হানাহানী চাই না । আমরা চাই শান্তি, আমরা চাই চাকুরী,আমরা চাই দুইমটো ভাত। আমাদের নিয়ে খেলা করবেন না। আমাদের কে কী কেও রক্ষা করতে পারবেন । আমরা বাচঁতে চাই।আমাদের পথ দেখাও। তোমরা শান্তির রাজনীতি করে আমাদের বাচঁতে দাও। আমার বলার আরো ছিলো, কিন্তু কি হবে বলে।
বিষয়: রাজনীতি
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন