মুহাম্মাদ কুতুবঃ মুসলিম উম্মাহর এক অনালোচিত অভিভাবক

লিখেছেন লিখেছেন ফরীদ আহমদ রেজা ০৬ এপ্রিল, ২০১৪, ০৩:০৪:২৮ দুপুর

মুহাম্মাদ কুতুবকে নিয়ে প্রিয় ভাই ড. সালাম আজাদীর সুন্দর লেখার জন্যে অনেক ধন্যবাদ। লেখাটা গতকালই দেখেছি। খুব ব্যস্ত ছিলাম। তাই কিছু বলতে পারিনি। তাঁর লেখাটা সংক্ষিপ্ত হলেও সাইয়েদ কুতুব এবং মুহাম্মাদ কুতুবের মধ্যে পার্থক্যটা ফুটিয়ে তুলতে পেরেছেন। আমি এ বিষয়টার দিকেই দৃষ্টি আকর্ষণ করতে চাই।

মুহাম্মদ কুতুব ছিলেন মুসলিম উম্মাহর এক কম আলোচিত অভিভাবক। মিডিয়ায় তাঁর কথা তেমন আসে না। তিনি যেহেতু রাজনৈতিক বা সামাজিক ভাবে নেতৃত্বের কোন আসনে নেই তাই সাধারণ মানুষ তাঁর নাম জানে না।

মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং প্রয়োজন আমাদের মন-মগজকে এমন ভাবে মোহগ্রস্থ করে রেখেছে যে মুহাম্মদ কুতুব এবং এ রকম যে সকল মনীষী রাজনৈতিক শ্লোগান-মিছিলের বাইরে থেকে মুসলিম কমিউনিটির চিন্তার বিকাশ এবং মনের তালা-খোলার কাজে ব্যস্ত রয়েছেন তাদের দিকে দৃষ্টি দেয়ার সময় আমরা পাই না। মনুষকে টানেল-ভিশন থেকে মুক্তি দিয়ে বিকাশের রাজপথে টেনে আনার কাজটা কঠিন এবং সে যোগ্যতা-দক্ষতা খুব কম মানুষেরই থাকে।

আমার মতে মুহাম্মদ কুতুব এমন বড় মাপের পন্ডিত ছিলেন যে তা বুঝতে হলে আমাদের, মানে মুসলিম-বিশ্বের মানসিক বয়স আরো বাড়তে হবে। দোয়া করি আল্লাহ তার সকল খেদমত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দিন।

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203272
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আমরা গভীর শোকাহত
203279
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
203284
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
203293
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন আমিন
203447
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
ঈগল লিখেছেন : দয়াময় আল্লাহ উনাকে কবরে প্রশান্তিতে রাখুন এবং চূড়ান্ত দিনে তাঁর হিসেবকে সহজ করে দিন।
====================
ভাই, উনি কি শেষ পর্যন্ত ইখওয়ানে ছিলেন?
203451
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
ইবনে আহমাদ লিখেছেন : আপনার সাথে একমত। তিনি শেষ বয়সে অনেকটা অর্ন্তুরমুখী ছিলেন।
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪১
152798
জয়নাল আবেদীন টিটো লিখেছেন : অন্তর্মুখী ছিলেন না, বরং তার পদচারণা সীমিত করে দেয়া হয়েছিল । এর চেয়ে বেশি কিছু হলে তিনি গায়েব হয়ে যেতে পারতেন ।
203454
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
203505
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
203605
০৭ এপ্রিল ২০১৪ রাত ০২:১৩
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান, উস্তায
১০
204246
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৬:০০
মুহাম্মদ_২ লিখেছেন : মুহাম্মদ কুতব সমন্ধে আরো কিছু জানতে চান? উনাকে যিনি বিয়ে করিয়ে দিয়েছেন,তার প্রথম ছেলের নাম 'উসাইমা' রেখে দিয়েছেন উনি এখনও জীবিত আছেন, বাংলাদেশেই থাকেন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File