সাভার ট্রাজেডি ও আলী রীয়াজের প্রশ্ন

লিখেছেন লিখেছেন রওশন জমির ২৬ এপ্রিল, ২০১৩, ০৩:৫৭:০৮ দুপুর

বাংলাদেশে থাকলে নিজের সীমিত সাধ্য নিয়ে দুটো কংক্রিটের পাথর সরিয়ে হলেও সাহায্য করতে পারতাম – হাজার মাইল দূরে বসে তা করতে পারিনা বলেই কতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার এই প্রশ্নগুলো অসহায় মানুষের আর্তনাদের মতো শোনাবে, কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্য নিয়ে এই প্রশ্নগুলো তুলছি না। সম্ভবত এসব প্রশ্নের উত্তর বাংলাদেশে সবাই জানেন এবং করনীয় সবই করা হয়েছে। কিন্ত তারপরেও উত্তরের আশায় প্রশ্ন করি

১। সাভারের ঘটনাকে সরকারিভাবে ‘জাতীয় বিপর্যয়’ বলে ঘোষণা করা হয়েছে কি?

২। কাজের সমন্বয়ের জন্যে সরকারিভাবে কোন্‌ প্রতিষ্ঠানকে/সেল্‌কে দায়িত্ব দেয়া হয়েছে?

৩। উদ্ধারকাজে প্রতিবেশি ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়ার অন্যান্য দেশের, বিশেষ করে জাপানের, কাছে কোনো রকম সাহায্য চাওয়া হয়েছে কি?

৪। ধ্বংসস্তূপের মধ্যে জীবিত মানুষ আছেন কিনা তা জানার জন্য যে সব যন্ত্রপাতি ব্যবহার করা যায় তা বাংলাদেশে না থাকলেও প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গেই তা আছে বলেই আমরা জানি; সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে তা আনার কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি?

৫। এই মুহুর্তে বড় আকারের যন্ত্র ব্যবহার করে উদ্ধার কাজ চালাতে গেলে বাড়ির ভেতরে আটকে পড়া মানুষদের জীবন বিপন্ন হতে পারে, সে জন্যে ছোট আকারের যন্ত্রপাতি সাধারণ লোকজনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে/ হচ্ছে; কিন্ত সরকারী পর্যায়ে ভারত বা দক্ষিন-পূর্ব এশিয়া থেকে জরুরি ভিত্তিতে সেগুলো ক্রয় করে নিয়ে আসার কোন উদযোগ নেয়া হয়েছিল/ হয়েছে কি?

৬। ঐ এলাকার একমাত্র হাসপাতালটির প্রশংসনীয় ভূমিকা আমরা দেখেছি; গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা ফিল্ড হাসপাতাল করা হয়েছে বলে শুনেছি। কিন্ত দেশের চিকিৎসকদের জাতীয় প্রতিষ্ঠান (যেমন বিএমএ) কি এগিয়ে এসে প্রাথমিক সেবা প্রদানের উদযোগ নিয়েছে? বড় বড় হাসপাতালের পক্ষ থেকে কোনো উদযোগ নেয়া হয়েছে কি?

৭। এই মুহুর্তের প্রয়োজনীয় ওষুধের অধিকাংশ বাংলাদেশেই উৎপাদিত হয়; বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর ভূমিকা কি? সরকার কি তাঁদের কাছে কোনরকম সাহায্য-সহযোগিতা চেয়েছে?

৮। সেনাবাহিনীকে, বিশেষত সাভার সেনানিবাসের সেনা সদস্যদের, উদ্ধার কাজে যতটা যুক্ত করা হয়েছে, তার চেয়ে বেশি দায়িত্ব তাঁদের দেয়া যেত কী?

আলী রীয়াজ

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File