সাভারে ভবন ধ্বস, সচেতন নেতানেত্রী
লিখেছেন লিখেছেন রওশন জমির ২৪ এপ্রিল, ২০১৩, ১২:৪১:৫৮ দুপুর
সাভারে ভবন ধ্বস হয়েছে, অনেক লোকের প্রাণহানি ঘটতে পারে। স্পেকট্রাম গার্মেন্টসের পর আরো একটি সাধারণ ঘটনা ঘটল। সাধারণ এ জন্য যে, তা আমাদের জীবন-তরঙ্গে কোনো ব্যত্যয় ঘটাবে না। পত্র-পত্রিকায়, মিডিয়ায় কিছু লেখা-লেখি হবে। আপনজন-হারানো লোকেরা বিধ্বস্ত হয়ে নীরব হয়ে যাবে। সংবাদপত্রও তখন অন্য দিকে নজর দেবে। আর হ্যা, এ সাধারণ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী শোক জানিয়েছেন। এ জন্য তাদের ধন্যবাদ। তারা জাতিকে এ শোকবাণীর মাধ্যমে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন। ধন্য দেশ, ধন্য জনতা! ধন্য নেতানেত্রী!!
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন