হজ্জের একাল সেকাল ও আমার কিছু কথা
লিখেছেন লিখেছেন বিলমারুফ ০৫ অক্টোবর, ২০১৪, ০৪:৪৩:০২ রাত
এমন এক দিন ছিল, যখন লোকজন উঠের পিঠে চড়ে, পায়ে হেঁটে কষ্ট করে হজ্জ পালন করতে সারা বিশ্ব থেকে সৌদি আরবে এসে জড়ো হত। সে সময়কার হজ্জ পালন আর বর্তমান সময়ের হজ্জ পালনের অনুভূতি কখনো সমান হবে না, হতে পারে না।
আমার কেন জানি মনে হচ্ছে সরকারি টাকায় সব ধরনের সুযোগ সুবিধা সহ ফ্রি হজ্জ পালন না হয়ে যদি আগের কার দিনের লোকজনের মত কষ্ট করে হজ্জ পালনের সিস্টেম থাকতো, তাহলে সারাটা জীবন ধরে যে ইনু মেননরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আসছিল তারা কখনো হজ্জ পালন করা তো দূরের কথা তার কল্পনাও করত না।
তবুও দোয়া করি আল্লাহ পাক যেন সৌদি আরব থেকে ফিরে আসার পূর্বেই এদেরকে হেদায়েত দান করেন। এদের দ্বারা তার দ্বীনের খেদমত করান।
কেননা আল্লাহ পাকের হেদায়াত ছাড়া কোন মানুষের অবস্থার পরিবর্তন হয় না। এর জ্বলন্ত উদাহরণ তাদেরই এক সহযোদ্ধা নাস্তিক লতিফ সিদ্দিকী। সেও একদিন এভাবে হজ্জ পালন করেছিল। কিন্তু আল্লাহ পাকের হেদায়াত নসিব না হওয়াতে, হজ্জ পালন করা সত্ত্বেও আজ সে শান্তির ধর্ম ইসলাম, মুসলমান, হজ্জ এবং মানব জাতির মুক্তির দিশারী নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) এর বিরুদ্ধে কথা বলে বেড়াচ্ছে।
Nizam Bin Rafique
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ২ জনে হাজার হাজার পুলাপানের গোয়া মাইর্যা অখন গেছে সরকারী পয়সায় হজ্জ্ব করতে! দেখি আল্লাহ পাক তাদের হেদায়েত দেয় কিনা!!
মন্তব্য করতে লগইন করুন