ইহুদী কর্তৃক আক্রান্ত ব্রিটিশ এমপি জর্জ গ্যালোওয়ে হাসপাতালে

লিখেছেন লিখেছেন বিলমারুফ ৩০ আগস্ট, ২০১৪, ০৮:৩২:৪১ সকাল



গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদ আর মজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার ফলে বৃটেনের রেসপেক্ট পার্টির এমপি জর্জ গ্যালোওয়ে আজ লন্ডনের নটিংহিলে একজন ইহুদী কর্তৃক আক্রান্ত হয়ে মারাত্মক ভাবে আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন।

তার মুখপাত্র বলেছেন, তিনি যখন সাধারণ মানুষের সাথে ছবি তুলতে ব্যস্ত তখন ইসরাইলি রাষ্ট্রের সমর্থক একজন ইহুদী পিছন থেকে তাকে আক্রমণ করে তার নাকে মুখে কিল ঘুষি মারতে থাকে।

পরে মেট্রো পলিটন পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং ঐ লোকটিকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়।

প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের একজন জোরালো সমর্থক হিসেবে পরিচিত জর্জ গ্যালোওয়ে সম্প্রতি ব্রাডফোর্ড সিটিকে "ইসরায়েল ফ্রি জোন" ঘোষণা করায় হয়ত এই লোকটি তার ওপর ক্ষিপ্ত হয়ে এই আক্রমণ করে থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত্র করে দেখছে।

বিষয়: বিবিধ

১৩১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259561
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪১
তহুরা লিখেছেন :
৩০ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৪
203403
কাহাফ লিখেছেন : যথার্থ ভাবে ফুটে উঠেছে..... বিশ্ব বিবেকের আন্ধা ভাব টা......।
৩০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪২
203411
আহমদ মুসা লিখেছেন : এটা কিসের ছবি? ছবির নিচে ক্যাশনে তার পরিচিতি তুলে ধরলে ভাল হতো,আপনাকে ধন্যবাদ।
259608
৩০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুঃখজনক ঘটনা। কিন্তু এখনও কেউ বলছে না যে ইহুদি মেীলবাদিরা এই ঘটনা ঘটিয়েছে বা ঘটায়।কিন্তু এই জায়গায় কোন মুসলিম হলে সাথে সাথে সব মুসলিম কে দায়ি করা হতো। জর্জ গ্যালোয়ে একজন শান্তিবাদি এবং সৎ মানুষ হিসেবেই পরিচিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File