আমার চলে যাওয়া যেন হয় শহীদ মোহাম্মদ ফাজাদের মতো

লিখেছেন লিখেছেন বিলমারুফ ২৪ আগস্ট, ২০১৪, ০৪:১৫:০৪ রাত



এ ছবির মানুষটি হলেন গতকাল শহীদ হওয়া হামাসের মুজাহিদ মোহাম্মদ ফাজাদ। চেহারা দেখে মনে হচ্ছে, শহীদ হওয়ার পূর্বেই তিনি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আর এ শহীদেরাই যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণা হয়ে থাকবেন। ইনশাআল্লাহ

ইয়া আল্লাহ!!! জানি এমন একটি দিন আসবে, যেদিন আমাকেও এই পৃথিবীর আলো বাতাস ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চিরদিনের মত বিদায় নিয়ে চলে যেতে হবে। আর সেই চলে যাওয়া যেন হয় শহীদ মোহাম্মদ ফাজাদের মতো হে দয়াময় রাব্বুল আলামীন।

Nizam Bin Rafique

বিষয়: বিবিধ

১৪৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257594
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৫:০৮
বাজলবী লিখেছেন :
ইয়া আল্লাহ!!! জানি এমন একটি দিন আসবে, যেদিন আমাকেও এই পৃথিবীর আলো বাতাস ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চিরদিনের মত বিদায় নিয়ে চলে যেতে হবে। আর সেই চলে যাওয়া যেন হয় শহীদ মোহাম্মদ ফাজাদের মতো হে দয়াময় রাব্বুল আলামীন।
257601
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৫:৩৫
কাহাফ লিখেছেন : মরণ যখন হবেই,শহিদী মরণ দিও দয়াময়........। অনেক ধন্যবাদ ভই।
257644
২৪ আগস্ট ২০১৪ সকাল ১০:২০
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আল্লাহ তায়ালা যেন আপনার আকাঙ্খা পূর্ণ করেন
257710
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৫
আবু সাইফ লিখেছেন : সুবহানাল্লাহ!! Rose Thumbs Up
সত্যিই হিংসা করার মত!! Waiting

Praying Praying
257711
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৬
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : মরতেই হবে যখন, শহিদী মরন দিও আমাকে.।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File