কালো থেকে সাদা

লিখেছেন লিখেছেন লাল গোলাপ ১০ জুন, ২০১৩, ০১:৫৫:২৬ দুপুর

লোহার উপরে এলুমুনিয়ামের প্রলেপ দিলে সাদা হয় যা মরিচা প্রতিরোধ করে।টিনের চালে অনেক সময় আলকাতরার প্রলেপ দেওয়া হয়, যাতে টিন কালো না হয় আর আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ সার্জারি নামে প্রলেপের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ বাড়ানের-কমান থেকে শুরু করে কালো থেকে সাদা চামড়ায় রুপান্তর করছে। কিন্তু এ সব গুলো প্রচেষ্টার ফল বেশি দিন টিকে থাকে না। একটা নিরদৃষ্ট সময় পর তাঁর মেয়াদ শেষ হয়ে যায়। আর মেয়াদ শেষে তখন সেটা এত বাজে আর বিশ্রী দেখায় যে তাঁর দিকে তাকানো পর্যন্ত যায় না। আমাদের প্রতি টা সরকারের বাজেট টা ঠিক সেই রকম। চার বছর বাজেট করে নিজেদের নাগালের মধ্যে রেখে যাতে সেটা চেটে-লুটে-পুটে খেয়েও কিছু টা বাস্তব্যয়ন করা যায়। আর শেষ বছরের বাজেট হয় নির্বাচনী বাজেট। কোথা থেকে টাকা আসবে, কিভাবে বাস্তব্যয়ন হবে, কত টা বাস্তব্যয়ন হবে এসব কথা বিবেচনা না করে বড় আঙ্কের একটা বাজেট পেশ করা নির্বাচনীয় একটা ইস্যু হিসেবে।

দেশে ঘোষণা দিয়ে প্রথম কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল ১৯৭৫ সালে, সামরিক আইনের আওতায়। কিন্তু সেই সুযোগও খুব বেশি মানুষ নেননি এবং আজও করছে না। কালো টাকার মালিক দের শেয়ার বাজারে বিনিয়োগের সু্যোগ দিলো তাতেও তারা যাচ্ছে না। বিনিয়োগ করে টাকা সাদা করার আগ্রহ ও নেই কালোটাকার মালিকদের। তাহলে কি ভাবে এসব কালোহুলো বিড়ালদের টাকা সাদা করা যায়?

হ্যাঁ,ফ্ল্যাট-প্লটে কিনে।কালো তো কালো। সেটা কি আদো ও সাদা হবে? মাইকেল জ্যাকসান তার গায়ের কালো চামড়া সাদা করার জন্য অনেক অনেক বার সার্জারি করেছিল, কিন্তু কেউ কি তাকে কোন দিন বলেছিল সে সাদা আমেরিকান? বলিনি তাকে কালো( Black American) আমেরিকান ই বলা হত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফ্ল্যাট-প্লটে কালোটাকা ...সাদা করার যে সুযোগ করে দিয়েছে সেটা ও মাইকেল জাকসানের মত এবং কয়লা বার বার ধুয়ে ময়লা বের করার মত। কালো তো কালো।

এটা দুর্নীতি বাজ গূলো কে আর সম্পদ শালী করে দেওয়ার একটা প্রচেষ্ঠা বা অপচেষ্ঠা টা ছাড়া কিছু না। সুদখোর, ঘুষঘোর, দুর্নীতি বাজরা আরও কালো টাকা আয় করবে গরিবের পেটে লাথি মেরে এবং এন, বি আর এভাবে তাদের কে সু্যোগ করে দিবে বার বার। এটা জনগনের মাথায় কাঁঠাল ভেংগে সাক দিয়ে মাছ ঢাকার চেষ্ঠা প্রতিটা সরকারের।

Problem টা কাদের জানেন? যত Problem সব টাই হল সমাজের মধ্যবিত্ত শ্রেণীর। বাংলাদেশের দ্রব্য মূলের যে ঊর্ধ্ব গতি তাতে সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ গুলো কে হিমশিম খেতে হয় তাদের দৈনন্দিন জীবন যাপন করতে। বাড়ি ভাড়া থেকে শুরু করে বাচ্চাদের ইস্কুলের খরচ সব মিলিয়ে তাদের মাস শেষে কিছু থাকে না। যদিও অনেক কষ্ট করে তারা কিছু saving করে এবং স্বপ্ন দ্যাখে একটা নিজের ফ্ল্যাট-প্লট ভবিষ্যতে হবে বলে তাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেম। কারণ ঐ কালো টাকার হুলো বিড়াল গুলো কালো টাকায় বউ, ছেলে, মেয়ে, জামাই সহ চৈদ্দ গোষ্ঠীর নামে ফ্ল্যাট-প্লট কেনে। আর তাদের কারণে ফ্ল্যাট-প্লট গুলোর এতো বেশি দাম বাড়ছে দিন দিন যে ভুক্তভুগী মধ্যবিত্ত শ্রেণীর ঐ স্বপ্ন স্বপ্ন ই থেকে যায়।

এটা কি ধরণের নীতি যে কালো টাকা সাদা করতে ফ্ল্যাট-প্লট কেনার সুযোগ দিতে হবে? বাংলাদেশের মানুষের মধ্যে আয়ের বৈষম্য দিনের পর দিন বেড়ে চলেছে। এ ক্ষেত্রেরে কালো টাকা সাদা করার জন্য যদি এভাবে দুরনীতি বাজ গুলো কে সু্যোগ দেওয়া হয় ফ্ল্যাট-প্লট কিনে, তাহলে কি জমির মালিকানার ক্ষেত্রেও বৈষম্য দিন দিন বাড়বে না? এভাবে চললে একটা সময় আসবে যখন সব সম্পত-জমির মালিকা গুটি কয়েক লোকের আর কোম্পানির হাতে চলে যাবে।

আমার মতে সরকার কিছু পদক্ষেপ নিতে পারে যাতে কালো টাকা কিছুটা সাদা হয়।

১) আমাদের বন্যা কবলিত একটা দেশ। লক্ষ লক্ষ বাড়ি-ঘর প্রতি বছর ডুবে যায় পানিতে। তাই কালো টাকার মালিকদের সরকার উৎসাহিত করতে পারে এই সব কবলিত এলাকায় Shelter Center( আশ্রয় কেন্দ্র) তৈরি করে দিতে। ফলে সরকারের ও কিছু টা ব্যয় কমবে।

২)আমাদের দেশে বিভিন্ন সরকারি- বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে Research Center এর খুব এ অভাব। আর যে সামান্য কিছু আছে তাতে টাকা আর প্রয়োজনীয় যন্ত্র-পাতির অভাবে গবেষণা হয় না। তাই কালো টাকার মালিকদের উৎসাহিত করা হোক তাদের নিজস্ব নামে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান চালু করতে। যে আমি অনেক দেশে দেখেছি।

৩) বাংলাদেশে পর্যটন শিল্পে অনেক পিছিয়ে যদিও আমাদের অনেক কিছু আছে। তাই সরকার পর্যটন( Tourist Spot) শিল্প উন্নয়নের জন্য পর্যটন এরিয়া কে কালো টাকার মালিকদের কে লীজ দিতে পারে যাতে তারা অবকাঠাম উন্নয়ন থেকে শুরু করে টুরিস্ট attraction সব গুলো কাজ বাস্তব্যয়ন করবে।

৪) বিনিয়োগ করে টাকা সাদা করার আগ্রহ ও নেই কালোটাকার মালিকদের। সরকারের থানা, জেলা গুলোতে প্রচুর খাস জমি আছে যা অনেক এলাকায় রাজনীতিবিদরা জোর দখল করে খাচ্ছে। তাই কালোটাকার মালিকদের বিনিয়োগের আগ্রহ বাড়ানোর জন্য সরকার, এসব জমি তাদের কে দিতে পারে অধিগ্রহণ হিসেবে শিল্প-কারখানা বানানোর জন্য।

বিষয়: বিবিধ

১৭৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File