জাগো রে

লিখেছেন লিখেছেন কানা বাবা ০২ জানুয়ারি, ২০১৯, ০৩:৩৯:৪৪ দুপুর

আজি দুঃসময়, আজি দুঃসময়

আজি দু:সময়রে জাতির ললাটে

পুরনো শকুন খামচে ধরেছে

রক্ত ঝরছে অবিরত এই তল্লাটে

পিন্ডির জিঞ্জির ছেদন করেছি

করেছি ইতিহাস লালে রঞ্জিত

ভেবেছি এইবার মোদের সিনা হবে টান

ফুলে ফলে ফসলে বাধব মুক্তির গান

বিটিশ তাড়ালাম, পাঞ্জাবি তাড়ালাম

তাড়ালাম আরো কত পশুর দল।

কিন্তু একি পাশ ফিরিয়া দেখি মুক্তি ত নয়

দিল্লির জিঞ্জির ঘিরিয়া রয়েছে চতুর্ময়।

জাগিয়া উঠরে যুবক,কৃষান,মজুর ভাই

নয়া জমানার ভাসানীর ডাক দিয়া যায়।

কোন সে ভাসানী কই বা তার ডাক,

কে বা দিবে স্বৈরাচার এর মুখে খামোশের ঝাক

আমরা যুবক,কৃষান, মজুর ভাই

কোন মতে দুইবেলা পেটে পুরি দিন চলি যায়

কিসের আশায়, কিসের নেশায় জাগব হায় ?

বিটিশ গেল পিন্ডি গেল পরিবর্তন কই সবাই ত রাজ।

মাঝ খানে লাল মাওলানা আইল কই রক্ত দাও

ভাত দিব কাপড় দিব দিব সিনা টানের অধিকার

দিলাম রক্ত এক দো নয় গোটা লাখ তিরিশেক

কোথায় ভাত কোথায় কাপড়

মাওলানা নিজেই গেল কারাগার

রুখে দাড়াও যুবক,কৃষান,মজুর ভাই,

তোমাদেই মাঝেই মাওলানার কমতি নাই

আস বন্ধু আমার যুবক কৃষান মজুর ভাই

মোদের বুকে সাহস এর অভাব নাই

করো সিনা টান হব আজ মাওলানার খামোশের গান

রক্তের বন্যায় হয় নাকো মাওলানারা ম্লান।

৪৭ এ ২০ লাখ, ৭১ এ ৩০ লাখ কম হয়েছে???

আরো দিব তবু দিল্লীর জিঞ্জির ছিড়ব এবার

ফেলানীর লাশ ভুলি নি, ভুলিনি বিশ্বজিৎ এর আর্তনাথ

যারাই দাড়াবে পথ আগলে ভেবে নেব সে

দিল্লির দালাল সে মায়ের ধর্ষকের রক্ষক

যেই আসুক পথে দাড় করাক ইস্পাত দেয়াল

ভেংগে চুড়ে সব ফেলব আজ স্বৈরাচার এর আসন

দিল্লির দাদা, বৌদির জোরে অনেক করেছিস অত্যাচার

অনেক নিয়েছিস রক্ত,জীবন, করছিস গুম।

সময় আসছে হিসেবের খাতা খোলার

কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব রক্তের ঋন।

বিষয়: সাহিত্য

৭০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File