সব কিছু নষ্টদের দখলে যাবে
লিখেছেন লিখেছেন কানা বাবা ০১ জানুয়ারি, ২০১৯, ০৩:০১:০৫ রাত
সব কিছু নষ্টদের দখলে যাবে
গ্রাম-গঞ্জ, হাট-বাজার
শহর-নগর, রাস্তা-ঘাট
নষ্টদের দখলে যাবে
তোমার অধর-চিবুক, সুঢোল বুক
জনতার ক্রোধ,ব্যালটের ভোট।
লাম্পট্যের খামচিতে শিহরিত হবে তুমি
ভাববে প্রেমিকের আলতো পরশ
শকুলের ছোবল আর প্রেমিকের ছোঁয়া
একাকার হবে উন্নয়নের ধোঁয়াশায়
পদ্মাসেতু স্যাটেলাইট উড়ালসেতুর মাদকতা
আরো আছে ৭১, জামাত, জাতির পিতা
ভোগের বিলাস, রাতজাগা পার্টির নাচ
শিহরিত করে, ভুলিয়ে দিবে কে তুমি
ভুলিয়ে দিবে কাটাতারে ফেলানির লাশ
ভুলিয়ে দিবে শেয়ার বাজার, হলমার্ক
মনে মনে তৃপ্তির ঢেকুর তুলবে ভাল আছি
শেয়ার বাজার যাক, ফেলানিরা যাক,
যাক দেশপ্রেমিক সেনারা, আমার তাতে কি??
আমি ত দিব্যি ভাল আছি।
এই ভাল থাকা ভাল থাকা নয়
বুঝবে তুমি, বুঝবে মাদকতা কমে এলে
পার্টির ঝলমলে আলো ফিকে হয়ে এলে
যখন দেখবে দুই উরুর মাঝখানের অধিকার
নেই আর তোমার নিজের, চলে গেছে নষ্টদের দখলে।
বিষয়: সাহিত্য
৬৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন