হিন্দুস্থানে আই এস এর সিপাহ সালার এ বি সিদ্দিকঃ আবু বক্কর আল বাগদাদী

লিখেছেন লিখেছেন কানা বাবা ২২ জুন, ২০১৬, ০৭:৩৮:৫৪ সকাল

অবশেষে আই এস এর সুনজর এ পড়ল ঢাকার রামকৃষ্ণ মিশন। মিশনের প্রধান পুরোহিতকে কুপিয়ে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ইসলামিক স্টেইট অব বাংলাদেশ( আই এস)।ইসলামিক স্টেইটের গোপন এজেন্ট এবি সিদ্দিক এর স্বাক্ষর করা বার্তায় বলা হয় বাংলাদেশ মুসলমানদের দেশ এদেশে হিন্দু ধর্ম প্রচার করা চলবে না।করলে ২০ থেকে ৩০ জুনের মধ্যে তাকে কুপিয়ে হত্যা করা হবে এবং ধর্ম গুরুকে মা কালির দোহায় দিয়ে হিন্দুদের দেশ ইন্ডিয়াতে চলে যাওয়ার ও অনুরোধ করা হয়।এবং তাকে যা মনে চাই খেয়ে নিতে বলা হয়।তবে এই খেয়ে নেয়া বলতে আই এস এজেন্ট কি বুঝাতে চেয়েছেন তা চিঠিতে পরিষ্কার বুঝা যায় নি। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ফিরতি চিঠিতে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বলে জানায়।চিঠিতে নিজের পরিচয় দিতে গিয়ে এবি সিদ্দিক জানান তার বাপ মরছব আলী গরু চুরি করত।এথেকে মিশনের প্রধান পুরোহিত ধারনা করতেছেন হয়ত মিশনের কেউ এবি সিদ্দিকির কাজ থেকে গোমুত্র কিনে টাকা দেন নি তাই তিনি এই হুমকি দিচ্ছেন।রামকৃষ্ণ মিশন অতিসত্বর বিষয়টি সমাধান করে ফেলবে। এধিকে রামকৃষ্ণ মিশন বিষয়টিকে হালকা ভাবে নিলেও আন্তর্জাতিক ভাবে বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে জাতিসঙ্ঘ মহাসচিব পর্যন্ত বিষয়টি উদ্বেকজনক বলে জানিয়েছেন।এক বিবৃতিতে নরেন্দ্র মোদি জানান আমরা আই এস এর সাথে একমত।হিন্দুদের দেশ হল ভারত।মুসলমানের দেশ বাংলাদেশে হিন্দুদের কোন নিরাপত্তা নেই। তাই আমরা হিন্দু ভাইবোনদের তাদের প্রানের হিন্দুস্থানে চলে আসার আহবান জানাচ্ছি। এখানে আমরা হিন্দু ভাইদের জন্য কামলা খাটার ও বোনদের জন্য নিশি কালীন ক্ষেপ মারার ব্যাবস্থা করব।এধিকে নরেন্দ্র মোদীর এমন আহবানের প্রতিক্রিয়ায় বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান নুরু রাজাকারের ছেলে খঃ মোঃ হোসেন বলেন এতে করে দৌলতদিয়ার পল্লীতে কর্মী সঙ্কটের ফলে তার ব্যবসা লাটে উঠবে।তবে কিসের কর্মী এই ব্যাপারে তিনি ক্যামেরার সামনে বলতে অপারগতা প্রকাশ করে।তবে হিন্দুস্থানের ব্যবসায় তাকে অংশীদার করা হলে তার কোন আপত্তি নেই বলে তিনি জানান। এধিকে জাতিসঙ্ঘ মহাসচিব এক বিবৃতিতে দাবি করেছেন এবি সিদ্দিক এর ইসলামিক স্টেইট অব বাংলাদেশ( আই এস)এখনো আনইসলামিক ননস্টেইট। তারা এখন পর্যন্ত আমেরিকার বাংলাদেশে চাষাবাদ করার জন্য জমি তৈরি করতে পারে নাই।তিনি এবি সিদ্দিককে আরো জোরেশোরে জমি চাষ দেয়ার নির্দেশ দেন।অন্য ধিকে আই এস এর খলিফা আবু বক্কর আল বাগদাদী তাদের মুখপাত্র “সাইট ইন্টেলিজেন্স”কে দেয়া এক একান্ত সাক্ষাতকারে এবি সিদ্দিকের প্রশংসা করে বলেন এবি সিদ্দিক বীর পুরুষের কাজ করেছেন। তার এই বীরত্বপূর্ন কাজে খুশি হয়ে কেন্দ্রীয় আই এস তাকে হিন্দুস্থান আই এস এর সিপাহ সালার হিসেবে নিয়োগ দিয়েছে।প্রতিবেদক তাকে ঘটনা বাংলাদেশের বলে মনে করিয়ে দিলে তিনি জানান বাংলাদেশ নামে কোন দেশ আছে বলে তাদের জানা নাই।এধিকে নিখিল বংগ বাংলাদেশ আর্মির জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই ঘটনাকে আই এস আই এর ষড়যন্ত্র বলে দাবি করেছে।নিখিল বংগ বাংলাদেশ আর্মির সৌরজগতের সবচেয়ে শক্তিশালি সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মির সাথে একীভূত হয়ে যাওয়াই ভীত সন্ত্রস্ত হয়ে তাদের এক সাবেক সৈনিকের নামে এই চিঠি পাঠিয়ে পাকিস্থান তাদের সম্মান ক্ষুন্ন করতে চাইছে বলে তারা জানান।তবে তাদের হবু নেতা নরেন্দ্র মোদীর আই এস এর দাবি মেনে নেয়ার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হইনি তারা।এধিকে ডি এম পির মুখপাত্র কালা মনির জানিয়েছেন তারা আলোচিত এবি সিদ্দিকের খোঁজ পেয়েছেন। তিনি কিশোরগঞ্জের এক ইটখোলার মালিক।শেষ খবর পাওয়া পর্যন্ত এবি সিদ্দিক ডিএমপি কার্যালয়ে এসে কান্নাকাটি করতেছেন বলে জানান মনির।

বিষয়: রাজনীতি

১৮৮০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372819
২২ জুন ২০১৬ সকাল ০৮:০৩
জ্ঞানের কথা লিখেছেন : ফেতনা আর ফেতনা, বৃষ্টির পনির মত ফেতনা!
২২ জুন ২০১৬ বিকাল ০৫:০৪
309565
কানা বাবা লিখেছেন : সব বি এন পি জামাতের ষড়যন্ত্রLove Struck
372823
২২ জুন ২০১৬ সকাল ১১:২১
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহেহে ভালো স্যাটায়ার লিখেন দেখছি Happy
২২ জুন ২০১৬ বিকাল ০৫:০১
309563
কানা বাবা লিখেছেন : ধন্যবাদ
372846
২২ জুন ২০১৬ বিকাল ০৪:৫৫
কুয়েত থেকে লিখেছেন : বাহ্..! দারুন খবরতো এবি সিদ্দিক বীর পুরুষের কাজ করেছেন। তার এই বীরত্বপূর্ন কাজে খুশি হয়ে কেন্দ্রীয় আই এস তাকে হিন্দুস্থান আই এস এর সিপাহ সালার হিসেবে নিয়োগ দিয়েছে ধন্যবাদ
২২ জুন ২০১৬ বিকাল ০৫:০২
309564
কানা বাবা লিখেছেন : ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৬ রাত ০৩:১৩
312287
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا وشكرا সুন্দর লেখা ভাল লেগেছেGood Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File