মন বেঁধেছি
লিখেছেন লিখেছেন শ্রাবণ নজরুল ১৮ মে, ২০১৩, ০৩:২৮:০৯ দুপুর
মন বেঁধেছি মেঘবালিকার
শাদা মেঘের পালে,
মন বেঁধেছি শিমুল পলাশ
কৃষ্ণচুড়ার ঢালে।
মন বেঁধেছি নদীর জলে
ঢেউ এর দোলায় দুলে,
মন বেঁধেছি বসন্তের ওই
নতুন ফুলে ফুলে।
মন বেঁধেছি আকাশ নীলের
স্বপ্ন সীমাহীনে,
মন বেঁধেছি পাখির ডানায়
বাউরী বাতাস দিনে।
মন বেঁধেছি গীরির দেশে
বিন্দ্ধ্যা পাহাড় চূড়ে,
মন বেঁধেছি নীল সাগরের
উদাম ও বুক জুড়ে।
মন বেঁধেছি জোসনা ঝরা
রাতের গায়ে গায়ে,
মন বেঁধেছি উজান গাং এ
রঙ্গিন পালের নায়ে।
মন বেঁধেছি পদ্ম দীঘির
শান বাঁধানো ঘাটে,
মন বেঁধেছি সাঁঝের বেলার
সন্ধ্যা নামা পাটে।
মন বেঁধেছি উদাস মাঝির
ভাটিয়ালী গানে,
মন বেঁধেছি কোকিলের ঐ
কুহু কুহু তানে।
ছন্নছাড়া মনটা তবু
হারায় আমার কেবল,
মন মানে না শাসন বাধন
মন মানে না আগল।
মনের ছুটে চলার কোন
নেই কো নিয়ম ধারা,
মন যে চির বাউন্ডুলে
মন যে বাঁধনহারা।
বিষয়: সাহিত্য
১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন