আদর্শ মায়ের অভাব

লিখেছেন লিখেছেন সাইফুল্লাহ আরাফাত ২৩ মার্চ, ২০১৩, ০৩:৩৪:৪০ দুপুর

দেশের চিন্তাশীল সমাজকে একটি প্রশ্ন খুবই বিচলিত করে রেখেছে যে, যুব সমাজের বর্তমান অবক্ষয়ের কারণ কী এবং তা থেকে পরিত্রাণের উপায় কী? ধর্মহীন সুশীল সমাজের মতে সমস্যার মূল কারণ হচ্ছে বেকারত্ব ইত্যাদি।

কেউ কেউ প্রাসঙ্গিক অন্যান্য কারণের কথাও উল্লেখ করে থাকেন কিন্তু দুঃখের বিষয়, কেউ সমস্যার গভীরে প্রবেশ করতে ইচ্ছুক না। ফলে সঠিক প্রতিকারও তারা নির্ণয় করতে পারছেন না।

এটা সঠিক যে, বেকারত্ব ও অর্থনৈতিক দুর্দশা যতেষ্ট শক্তিশালী উপসর্গরুপে নৈতিক ও সামাজিক অবক্ষয়ের পিছনে ক্রিয়াশীল রয়েছে, তবে তা মূল কারণ নয়।

মূল কারণ হচ্ছে আজ ঘরে ঘরে শিক্ষিত ও আদর্শ মায়ের অভাব। একজন আদর্শ মা’ই পারেন সন্তানকে সু-শিক্ষিত, সৎচরিত্রবান আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে কিন্তু দুঃথজনক যে, আজ মা কোথায় ? আর সন্তান কোথায়? উত্তরে বলা যায় যে, মা এখন অফিস, আদালতে, আর তার সন্তান হচ্ছে ডে-কেয়ার সেন্টারে।

নারী জাতির সামান্য্ একটি অংশ শিক্ষিত কিন্তু কোন্ শিক্ষা? ধর্মহীন শিক্ষা ও তাগুতী শিক্ষায় শিক্ষিত। আর অধিকাংশ নারী হচ্ছে সর্ব প্রকার আদর্শীক ইসলামী শিক্ষা থেকেই বঞ্চিত। তাহলে কিভাবে আমাদের শিশুরা আদর্শ মানুষরুপে কিভাবে গড়ে উঠবে? অথচ ঘর এবং মায়ের কোলই হচ্ছে একটি শিশুর আদর্শ মানুষরুপে গড়ে উঠার প্রধান ক্ষেত্র। কথিত আছে, একজন শিক্ষিত মা’ই একটি আদর্শ শিশু, জাতি ও সমাজ গঠনের উৎস।

সুতরাং নারীজাতি যদি তাদের স্নেহের সন্তানদের আদর্শ মানুষরুপে গড়ে তুলতে চায়, তাহলে প্রথমে তাকে সু-শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। নিরাপদ ও নিশ্চিন্ত অবস্থায় তাদের গৃহে অবস্থান নিশ্চিত করতে হবে কারণ গৃহই হল নারী জাতির প্রধান কর্মস্থল এবং সন্তান লালন-পালন এবং সন্তানকে ইসলামিক রীতিনীতিতে গড়ে তোলার দায়িত্ব হল মায়ের কারণ কথায় আছে- ধার্মিকতা মানুষের জীবনকে উন্নতি করে। ধর্ম একজন মানুষকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। এ দায়িত্ব সঠিক ভাবে পালন করার উপরই সমাজ ও সভ্যতার অস্থিত্ব নির্ভরশীল।

অতএব, আমাদের সমাজের যারা কর্ণধার, আল্লাহ তা’আলা তাদেরকে সঠিক চিন্তা করার এবং সঠিক ভাবে সমাজকে পরিচালিত করার তাওফীক দান করুন। যাতে আদর্শ মা সমাজকে আদর্শ ও শিক্ষিত সন্তান উপহার দিতে সক্ষম হয়।

পরিশেষে আপনাদের জন্য জনপ্রিয় একটি বইয়ের লিংক দিলাম-- এখানে ক্লিক করুন.

বিষয়: বিবিধ

১৬৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File