সাক্ষাতকার
লিখেছেন লিখেছেন রনবীর ০৭ মার্চ, ২০১৩, ০৯:৫৩:০৫ রাত
১ম লোকঃ আসসালাম। ভাই আপনারা আমাদের দেশের জন্য কিছু করেন।
২য়া লোকঃ আমি চাই না আমাদের দেশের ভিতরের খবর মানুষ জানুক।
১ম লোকঃ ১৫০ জন লোক মারাগেল তাতেও কি অভ্যন্তরীণ ব্যাপার ?
২য়া লোকঃ কিছু বলার দরকার তবে লাভ কি?
১ম লোকঃ আমরা তু ইন্টার ন্যাশনাল ভাবে তা বন্ধ করার জন্য কাজ করতে পারি।
২য়া লোকঃ এতে আমাদেরই সম্মান নষ্ট হবে। আমার ও ভবিষ্যতে সমস্যা হতে পারে।
১ম লোকঃ ও তাইতু। আপনার কাছে ১৫০জন লোকের চেয়ে সম্মান বড়। তবে আপনারাই তু কয়দিন পর তাদের জন্য রেলি করে কাঁদবেন এবং বলবেন, আমরা রক্ত দিয়েছি ইসলামের জন্য। তা হবে কেবল আপনার স্বার্থের জন্য। যেমনটি হয়ে ছিল ৭১ সালের পর।
২য়া লোকঃ হা হা হা!!!
১ম লোকঃ এই হল দেশ প্রেম!!! আজ যদি ওই মৃত ১৫০র মাঝে আপনার একজন আপন ভাই থাকত, তাহলে আপনি কি বলতেন!!! ভাই, আসুন আমরা সবাই নিজের স্বার্থের কথা চিন্তা না করে জাতির জন্য চিন্তা করি। সবাই মিলে সমস্যা সমাধানের জন্য কাজ করি। সারা বিশ্বকে আমাদের সমস্যা জানাই এবং তা সমাধানের জন্য আমাদের সাথে কাজ করতে অনুরোধ করি। তারা যদি নাইবা জানে, তাহলে আমাদের সাথে সমাধানের জন্য কাজ করবে কিভাবে?
২য়া লোকঃ ও তাইতো, ধন্যবাদ ভাই। আল্লাহ আমাদের সহযোগিতা করুন।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন