প্রস্ফুটিত হবার আগেই ঝড়ে যায় যে কুসুমকলিগুলো.......
লিখেছেন লিখেছেন মিশেল ওবামা বলছি ১৯ মার্চ, ২০১৪, ০১:১৩:৩২ দুপুর
কুসুমকলি, হ্যা... তাই কুসুমকলিই বটে... অকালে ঝড়ে যাওয়া বল্তে কিছু নেই। 'অকালে ঝড়ে যাওয়া' আমার জানা মতে শেরেকী কথা। অনেকেই মৃত ব্যাক্তির পরিবারকে শান্তনা দিতে গিয়ে, না জেনেই এ জাতীয় অনেক শেরেক করে ফেলেন।
যা বলছিলাম, আমাদের কুসুমকলি ঐ ক'টা দিনের জন্যই এসেছিলো আমাদের কাছে আল্লাহপাকের তরফ থেকে আমানত স্বরূপ। আর প্রস্ফুটিত হবার আগেই আল্লাহপাকের হুকুমে সে জান্নাতী হয়ে গেছে। আর আমারা একজন জান্নাতীর বাবা-মা হতে পেরেছি। আমাদের কুসুমকলি, ফাতিমাকে হারিয়েছিলাম মার্চের ১ তারিখে। প্রতি বছর এই দিনটা আসলেই আমার বুকের ভেতরটা তোলপার শুরু করে...
যা হোক, ক'দিন থেকে মন জুড়ে খেলা করছিলো আমাদের জান্নাতী কন্যা। সেই জন্যই কিনা কিছুদিন আগে স্বপ্নে দেখি, খুব সুন্দর একটা মেয়ে বাবু আমার... ঠিক যেন পরীর মত লাগছিলো...
বয়স আনুমানিক, দু' থেকে আড়াই বছর। দারুন একটা ড্রেস পড়িয়ে একটা অনুষ্ঠানে নিয়ে গিয়েছি। সেখানে দেখি একটা স্টেজের মত। আর তাতে, প্রায় আমার মেয়ের বয়সী অনেকগুলো বাবু খেলা করছে। আর তাদের আম্মুরা স্টেজের সামনে অপেক্খমান...
সেখানে যেতেই কন্যা আমার হাতটা ছেড়ে স্টেজের দিকে চলে গেল... আর আমি অপেক্খমান মায়েদের সাথে বসে পড়লাম...
ঘুম থেকে জেগে বারবার কেন জানি মনে হতে লাগলো, "স্টেজের বাবুগুলো জান্নাতী বাবু আর অপেক্খমান সবাই যেন তাদের দুনিয়াবাসী বাবা-মা...."
বিষয়: বিবিধ
১৭৬৮ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাবুগুলো জান্নাতী বাবু আর
অপেক্ষমান সবাই যেন তাদের
জান্নাতী বাবা-মা...."
সুবহানআল্লাহ !
ধন্যবাদ
আজ শুনলাম একটি দশ বছর বয়সের ছেলের ব্রেন টিউমার হয়েছে। কি হবে অনিশ্চিত! শুধু ভাবছিলাম কতো স্বপ্ন সে ই ছেলেটির, নতুন পৃথিবী দেখা, আবিষ্কার করা কতকিছু! অথচ বিছানায় শু্যে লড়ছে মৃত্যুর সাথে!তার বাবা, মায়ের ই বা কেমন লাগছে? এভাবেই প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে চলছে অগনিত মানুষ! আল্লাহ সবাইকে সবর করার তোফিক দিন। আমিন!
ভালো থাকুন, আপুমনি...
অকালে ঝরে যাওয়া কলিগুলো একেকটা জান্নাতী ফুল আর বাবা-মায়ের জান্নাতে যাবার উসিলা। আল্লাহ্তায়ালা এই বাবা-মাকে আরও উত্তম প্রতিদান দিন। আমীন। দোয়া রইলো
নিশি অবসান প্রায়,ঐ পুরাতন বর্ষ হয় গত. . আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. . .
মন্তব্য করতে লগইন করুন