সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
লিখেছেন লিখেছেন মিশেল ওবামা বলছি ২৭ এপ্রিল, ২০১৩, ১১:১১:৪২ সকাল
আমার এই সোনার বাংলার কাছ থেকে উপহার স্বরুপ কত কি পেলাম, তার মধ্যে উল্লেখযোগ্য, বাসার কন্সট্রাকশনের কাজ চলা অবস্তায় অচেনা নম্বরের ফোন অত:পর মোটা অংকের চাদা দাবি। আর এই ফোন প্রাপ্তির পর কয়টা দিন যে কি পরিমান উৎকন্ঠায় কেটেছে, তা বলাই বাহুল্য...। তারপরও অনেক ভালোবাসি এই দেশটাকে, তাই তো তল্পি-তল্পা গুটিয়ে দেশের বাইরে সেটেল হওয়ার কথা ভাবি না। আমার বাবা প্রায়ই বলেন, দেশের চাকুরী ছেড়ে দিয়ে বাইরেই থেকে যাই। আমি বলি যে, দেশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমি চাই তোমরা দেশেই চলে আসো। আসলে প্রবাসে যারা আছেন তারাই কি স্বস্তিতে আছেন? আমার মন বলে যে না, কিছুতেই ভালো থাকতে পারেন না। যেখানে আত্নীয়-স্বজন দেশে পরে রয়েছে, সেখানে কি করে ভালো থাকতে পারেন?
কয়দিন আগে আমার আব্বুর এক জর্ডানি কলিগ আব্বুকে বলেছে যে, ড. তোমার দেশের অবস্থা তো মনে হয় খুব একটা ভালো নয়, তোমার মেয়ে-জামাই, রিলেটিভরা ভালো আছে তো? আসলে আব্বু-আম্মুরাও তো উদ্বিগ্ন থাকেন প্রতিটা মূহুর্ত, যে আমরা কেমন আছি। বাসা থেকে বের হয়ে বাসায় ফেরা অব্দি কতবার ফোন করে যে খবর নেয় আমরা কেমন আছি। বাসায় ফিরে যখন জানাই আমরা ভালো আছি, সুস্থ আছি, তবেই স্বস্তির নিস্বাস ফেলে। নিজের বাবা-মাকে দিয়েই বুঝি আত্নীয়-স্বজন দেশে ফেলে প্রবাসীরা কতটা নিশ্চিন্ত আছেন?
বিষয়: বিবিধ
১৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন