দেশেল অনলাইন সংবাদ মাধ্যমের দালালী
লিখেছেন লিখেছেন মুক্তমত ১৯ মার্চ, ২০১৩, ০৪:৩১:০০ বিকাল
দেশের অনলাইন সংবাদ পত্র বাংলা নিউজ২৪ চরম ভাবে সরকারের দালালীতে লিপ্ত হয়েছে। যদিওবা আমমি নিজেই একসময় বাংলা নিউজ২৪ কে একটি নিরপেক্ষ সঙবাদ মাধ্যম হিসেবে বিশ্বাস করে তার নিউজগুলো অতি আগ্রহের সাতে পড়তাম। কিন্তু ইদানিং দেখছিযে তারা প্রচারিত সংবাদকে বিক্রিতি করে প্রকাশে ব্যাস্ত। একতরফা ভাবে তারা সরকারের দালালী করে চলেছে। আমরা পাঠকরা চাই নিরপেক্ষ সংবাদ মাধ্যম। আমরা কখনই চাইনা যে কোন সংবাদ মাধ্যম সরকারী বা বিরোধী দলের পক্ষে বিকৃত সংবাদ প্রকাশ করুক। যখন ইলেক্ট্রনিক্ মিডিয়া গুলোতে ব্রেকিং নিউজ ও ফুটেজ গুলি দেখি তখন বুঝতে পারি যে কি হারে বাংলা নিউজ দলালী করে যাচ্ছে। আপনারাও কয়েকদিন এর সংবাদগুলো দেখুন তাহলে নিজেরাই বুঝতেপারবেন। তাই বংলা নিউজ কতৃপক্ষকে বলবো এখনো সময় আছে, সব পক্ষের সংবাদই সঠিক ভাবে প্রচার করুন। নয়তো আমরা (যে পাঠকরা) আপনার সঙবাদ পড়ে ও শেয়ার করে আপনার ওয়েবসাইট কে পাঠক তালিকায় অনেক উপড়ে উঠিয়েছি। তারাই আপনার সংবাদ পড়া বন্ধ করে দেব। বাংলাদেশ প্রতিদিনও তো একই গ্রুপের পত্রিকা। কই তারা তো আপনাদের মতো এতো দলালী করছেনা। আমরা পাঠকরা বুঝি যে আপনারাও কোন মহলের চাপে এমনটি করছেন। কিন্তু কারো চাপে দালালী করলেও এতা বেশি করতে হয়না।
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন