রাশিয়ার সাইবেরিয়ার একটি পাহাড়ে পাওয়া গেছে পোষ মানা সবচেয়ে পুরনো কুকুরের ফসিল। পাওয়া নিদর্শন থেকে বিজ্ঞানীদের ধারণা এটি ৩৩,০০০ বছর আগের।

লিখেছেন লিখেছেন মুক্তমত ০৯ মার্চ, ২০১৩, ১১:২৯:০১ সকাল

বিজ্ঞানীদের আবিষ্কার করা জীবাশ্ম থেকে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো, এটি নেকড়ের হবে। সন্দেহ দূর করতে এটি নিয়ে রাশান একাডেমি অফ সায়েন্সের বিজ্ঞানীরা প্রাণীটির হাড়, চোয়াল ও দাঁত নিয়ে গবেষণা করেন। ডিএনএ পরীক্ষা করার পর বিভিন্ন প্রজাতির ৭২টি কুকুর, ৩০টি নেকড়ে, চারটি উত্তর ও পশ্চিম আমেরিকার নেকড়ে এবং ৩৫টি প্রাচীন প্রজাতির সঙ্গে তুলনা করেছেন গবেষকরা। তাতে দেখা গেছে, ফসিলটি পোষা কুকুরের এবং এটি ৩৩ হাজার বছর আগের।

গবেষকরা জানিয়েছেন, ১৪ হাজার বছর আগেও জার্মানিতে পোষা কুকুরের প্রচলন ছিলো। তখন মারা যাওয়ার পর মানুষ ও কুকুরকে একসঙ্গে সমাহিত করা হতো। নমুনা দেখে বিজ্ঞানীদের ধারণা, এটি এ যাবৎকালের পাওয়া সবচেয়ে পুরনো পোষ মানানো কুকুরদের মধ্যে একটি।

গবেষণাগারে কুকুরটির দেহের গঠন সম্পর্কে গবেষণা করা হয়। এর মাথার খুলি থেকে জানা যায়, এটা নেকড়ে থেকে আলাদা। তারা দেখেছেন, এ সময়কার পোষা কুকুরের সঙ্গে এর অনেক মিল রয়েছে।

বিষয়: বিবিধ

৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File