ফেসবুক আইডি ব্লক প্রসঙ্গে

লিখেছেন লিখেছেন মুক্তমত ১০ জুলাই, ২০১৩, ০৭:১৬:৪৯ সন্ধ্যা

পৃয় বন্ধুরা। ব্লগের দুনিয়াটা যতো সহজ ফেসবুক ততো সহজ নয়

ইদানিং ফেসবুক আইডি কারনে অকারনে ব্লক হয়ে যাচ্ছে। ব্যাটা ফেসবুক কম্পানির চর্বী বেধেছে। মোবাইল ভেরিফিকেশনের পরেও অযথা ফটো ভেড়িফিকেশন চাচ্ছে। যা প্রায় অসম্ভব। এমতাবস্থায় ফেচবুকের বিকল্প সাইট বেরকরা অতিব জরুরি। এমন একট সাইট যেখানে ফেসবুকের মতো স্ট্যটাস শো ফটো আপলোড সহ সকল সুবিধাই যুক্ত থাকবে। আর সকল অসুবিধা থাকবেনা। এমনকি কোন সাইটের সন্ধান কউ দিতে পারেন।

আর ব্লক হওয়া আইডি ফিরে পাওয়ার কোন ব্যাবস্থা আছে কি?

থাকলে সহযগিতা করবেন।

ধন্যবাদ

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File