কে আসল দেশপ্রেমিক?
লিখেছেন লিখেছেন রুমন ৩০ মার্চ, ২০১৩, ১২:৫১:৫০ দুপুর
আমাদের দেশে প্রকৃত দেশ প্রেমিক কবে পাওয়া যাবে এটা কেউ বলতে পারবেন? আমরা আমাদের প্রিয় দেশটাকে কতটুকু ভালবাসি, কখনও কি নিজেকে প্রশ্ন করে দেখেছি, আমি কি দেশপ্রেমিক? সম্প্রতি রবির একটি বিজ্ঞাপনে অনেক দেশ প্রেমিক দেখা যায়। এত দেশপ্রেমিক যদি এখন আমাদের দেশে থাকতো তবে আমাদের দেশটা সত্যিই পৃথিবীর বুকে মাথা তুলে দাড়াতো। আমারা সবাই মুখে দেশপ্রেমের কথা বলি, কিন্তু প্রকৃতপক্ষে দেশপ্রেমের সিকিভাগ অংশও আমাদের মাঝে নেই।
প্রথম আলো পত্রিকার একটি স্লোগান ছিল "বদলে যাও বদলে দাও" আসলে আগে নিজে দেশপ্রেমিক হতে হবে তবেই অন্যরাও দেশপ্রেমিক হবে। আমাদের দেশের জন্য দেশপ্রেমিক এখন খুবই প্রয়োজন। আসলে এখন google.com খুজেও আমাদের দেশের জন্য একজন দেশপ্রেমিক পাওয়া অনেক কষ্টকর হবে। যদি দেশপ্রেমিক থেকে থাকে তবে তারা হচ্ছেন আমাদের বীর মুক্তিযুদ্ধারা।যারা ১৯৭১ সালে নিজের জীবন বাজী রেখে দেশের জন্য যুদ্ধ করে আমাদেরকে একটি সুন্দর দেশ উপহার দিয়ে গেছেন। আমি পকৃতপক্ষে সেইসব মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই যারা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেগেছেন আমাদের জন্য। আমাদের সকলের শ্রদ্ধার পাত্র সেই বীর মুক্তিযোদ্ধারা। আমরা নতুন প্রজন্ম তাদের জন্য কীবা করতে পেরেছি। আমরা তাদের জন্য কিছু করতে না পারি কিন্তু তাদের রেখে যাওয়া এই দেশের জন্য তো অবশ্যই কিছু করা উচিত।
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন