জামাত-শিবির বন্ধুদের জন্য একটি প্রশ্ন
লিখেছেন লিখেছেন আল মুহাজির শাইখ ২৫ মে, ২০১৪, ০৩:১১:৪৩ দুপুর
প্রশ্নটি এক ভাই ফেসবুকে কুরেছিলেন। জবাবটি সঙ্গত কারণেই একটু দীর্ঘ হয়ে যায়। তাই ব্লগের বন্ধুদের জন্যও শেয়ার করলাম।
জনাব! আপনি প্রশ্ন করেছেনঃ "তার মানে কিয়ামতের আগ পর্যন্ত কালেমার দাওয়াত চলবে ? আর পবিত্রতা শিখবে?
চাই সবকিছু ধ্বংস হয়ে যাক?"
জবাবঃ কেয়ামত পর্যন্ত নয়। তবে ততদিন পর্যন্ত, যতদিন অন্তত নামধারী মুসলিমগণ ন্যুনতম ইসলাম মানা শুরু না করবে। প্রসঙ্গতঃ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছিঃ
ধরুন, কোন অঞ্চলে ছাত্র রাজনীতি প্রকট আকার ধারণ করায় নিরক্ষতা বাড়তে থাকলো। ২ যুগ পর দেখা গেলো, উক্ত এলাকায় ডাক্তার, ইঞ্জিনিয়ার তো দূরের কথা, সাধারণ শিক্ষিত ব্যক্তিও আর অবশিষ্ট নেই। এমতাবস্থায় একজন মাতবরের মারাত্মক অসুস্থতা ধরা পড়লো। জরুরী অপারেশন ছাড়া উপায় নেই। একজন ভালো ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে খুব দ্রুত। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় পাশ্ববর্তী শহরে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার মত পর্যাপ্ত সময় হাতে নেই। বলুন তো, এখন কি মাতবর সাহেব কোন কৃষককে অনুরোধ করে বলবেন যে,
আমাগো এলাকায় তো কুনু ডাক্তর নাই। আমার তো অহনে কইল্জাডা অফারেশন করনের দরকার। তুমি হালায় তো আবার কিরিষোক মানুষ। সারা বেলা ধান কাইট্টা অব্যাস আছে। তুমি একটু আমারে কাইট্টা অফারেশন কৈরা দিতাম পারবা নি?
কী বুঝলেন? কৃষক দিয়ে অপারেশ হবে? যদি মাতবর সাহেব মারাও যায় তবুও ডাক্তার ছাড়া আর কেউ গাঁয়ে হাত দিতে পারবে না। এইটা কেবল মাতবরের ক্ষেত্রেই নয়। বরং একজন সাধারণ ব্যক্তিও মৃত্যুশয্যায় কোন 'শাম্পানের মাঝি'র প্রেস্কিপশন মেনে নিবে না। বরং একের পর এক মৃত্যু ঘটার কারণে তারা এই কঠিন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হবে যে,
এখন আমাদের সন্তানদেরকে শিক্ষিত করে ডাক্তার বানানো দরকার।এই জন্য প্রয়োজন প্রায় ২০-২৫ বছর। এই দীর্ঘ সময়ে যদি হাজারো লোক মারা যায় তবে মরুক। কিন্তু ৩ যুগ পরেতো আমাদের সন্তানেরা ডাক্তার হয়ে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে।
সেই এলাকায় একজন জামাত-শিবির কর্মীর বসবাস ছিলো। তিনি পরামর্শ দিলেনঃ ডাক্তার হওয়ার জন্য যে ২৫ বছর সময় দরকার, যদি আমরা সেই ২৫ বছরকে ২৫জন ছাত্রের মাঝে বন্টন করে দেই তাহলেতো মাত্র এক বছর পরই আমরা ডাক্তার পেয়ে যাবো। অর্থাৎ, আমাদের সমাজের নিরক্ষর ২৫টা ছেলে ধরে পার্শবর্তী অঞ্চলের কোন প্রতিষ্ঠানে একজনকে প্রথম শ্রেণীতে, আরেকজনকে দ্বিতিয় শ্রেণী, আরেকজন তৃতীয় শ্রেণী, এভাবে এমবিবিএস পর্যন্ত সবাইকে ভর্তি করে দিবো। ব্যস, বছরান্তে ডাক্তারের ঢল নামবে আমাদের গাঁয়ে।
প্রিয় পাঠক! আপনার কী মনে হলো? জামাত-শিবির ভাইয়ের পরামর্শটা সুন্দর হয়েছে না? যোগ্যতা থাকুক আর না থাকুক, জোর করে স্কুলে ভর্তি করে দিলেই 'ডাক্তার'। কী বলেন?
ঠিক তেমনই, অপবিত্র, বেনামাজী, মদ্যপ, নেশাখোর লোক ধরে কোনভাবে জামাত-শিবিরে ভর্তি করে মুখে শুধু 'ক্ষমতায়ন' স্লোগান ধরিয়ে দিলেই 'প্রেক্টিক্যাল মুসলিম' হওয়া যায়।
বিষয়টা খুব জোস্ না?
একজন সচেতন মুসলিম মাত্রই ভাববেন যে, প্রয়োজনে হাজার নয়, লক্ষাধিক মুসলিমও যদি মারা যায় তবে মারা যাক, আমরা সাধ্যানুযায়ী প্রতিরোধের পাশাপাশি সাহাবাগুণে গুণান্বিত বীর মুজাহিদের কাফেলাও তৈরী করতে থাকবো অতপর ময়দানে নামবো। কেননা হাঁতুড়ে ডাক্তার চিকিৎসার পরিবর্তে যেমন জীবন সংহার ঘটায় ঠিক তেমনই হাঁতুড়ে জিহাদিস্টরা ইসলামকে সমুন্নত করার পরিবর্তে জনগণের ঈমান সংহার ঘটায়।
আল্লাহ তা'আলা আমাদেরকে হেফাযত করুন। আমীন।
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর এই সিরিজও আপনার জন্য--Click this link
এই ধরণের মহাবোদ্ধা ব্যক্তিবর্গ যখন 'ইসলাম'এর লম্বাচওড়া ব্যখ্যা শুরু করে তখন কি কাঠবিড়ালীরও হাসি পায় না? কী বলেন ভাইজান?
অধিকন্তু আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
কাঠমোল্লাস (এজ লাইক ইউ) আর ভেরি ডেন্জারাস বোথ ফর ইসলাম এন্ড মুসলিমস।
আশা রাখি, আপনার মাথাটা দেহের মত অতটা বড় নয়। ফলে এই সূক্ষ্ম বিষয়টা বুঝবেন বলে আশা রাখি।
যাই হোক, তুমি একদম শেষে লিখেছো "বেঁচে থাক চিরদিন"।
শুনো, চিরদিন কি কেউ বেঁচে থাকে বা থাকবে? তাহলে ফাও কথা কও ক্যারে?
আপনের পারিচয় সবাই জানালো - এটা কম কিসের।
চালিয়ে যান। - ঠুকা ঠুকি হবেই।
আমি আপনাকে সুপথপ্রাপ্তই মনে করি।
মন্তব্যের জন্য মোবারকবাদ।
মন্তব্য করতে লগইন করুন